ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

 ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবুমিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১৭ মে) দুপুর ১২টায় উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবু ওই গ্রামের গৌরি হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের (৩২) বিরোধ চলে আসছে।

এ বিরোধের জেরে রোববার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে বাবুর উপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছপরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সুজন ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগস

 ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ০৩:২১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবুমিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১৭ মে) দুপুর ১২টায় উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবু ওই গ্রামের গৌরি হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে সুজনের (৩২) বিরোধ চলে আসছে।

এ বিরোধের জেরে রোববার দুপুরে সুজন তার কয়েকজন সহযোগী নিয়ে অতর্কিতভাবে বাবুর উপর হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে আঘাত করা হলে বাবু গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঞ্ছপরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত সুজন ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।