ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা Logo আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার Logo আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন বাহারুল আলম Logo সিরিয়ার ঐতিহ্যবাহী পালমিরা শহরে ইসরায়েলি ভয়াবহ হামলায়, নিহত ৩৬, আহত ৫০ Logo ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেওয়ায় চালকদের বিক্ষোভ

করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

বাংলাদেশ পুলিশ (ফাইল ফটো)

স্টাফ রিপোর্টারঃ কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্য মোহাম্মদ জসিম (৪০) করোনায়ভাইয়ারাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

বুধবার (২৯ এপ্রিল) মারা যাওয়া ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে বলে পুলিশকে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

ঢাকা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। করোনায় মারা যাওয়া দেশে প্রথম পুলিশ সদস্য তিনি।

মারা যাওয়া ওই কনস্টেবলর নাম জসিম উদ্দিন(৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

ওয়ারি ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় তিনি করোনায় সংক্রমিত হন। তাঁর সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তাঁর অবস্থা ভালো।

ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, কয়েকদিন আগে জসিমউদ্দিনের শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়।

এরপর করোনা সন্দেহে তাঁকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৫ এপ্রিল তাঁর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। নমুনার ফলাফল আসার পর তাঁকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়া হতো।

কিন্তু মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর জানা যায়, তাঁর নমুনায় করোনা পাওয়া গেছে।

ট্যাগস

আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট সময় ০২:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টারঃ কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্য মোহাম্মদ জসিম (৪০) করোনায়ভাইয়ারাসে (কোভিড-১৯) আক্রান্ত ছিলেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 

বুধবার (২৯ এপ্রিল) মারা যাওয়া ওই কনস্টেবলের নমুনায় করোনা পাওয়া গেছে বলে পুলিশকে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

ঢাকা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। করোনায় মারা যাওয়া দেশে প্রথম পুলিশ সদস্য তিনি।

মারা যাওয়া ওই কনস্টেবলর নাম জসিম উদ্দিন(৪০)। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

ওয়ারি ফাঁড়িতে দায়িত্বরত থাকার সময় তিনি করোনায় সংক্রমিত হন। তাঁর সঙ্গে আরও একজন সদস্য সংক্রমিত হলেও তাঁর অবস্থা ভালো।

ওয়ারি বিভাগের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ বলেন, কয়েকদিন আগে জসিমউদ্দিনের শরীরের করোনার লক্ষণ পাওয়া যায়।

এরপর করোনা সন্দেহে তাঁকে ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়। ২৫ এপ্রিল তাঁর নমুনা আইইডিসিআরে পাঠানো হয়। নমুনার ফলাফল আসার পর তাঁকে পুলিশ হাসপাতালের করোনা ওয়ার্ডে নেওয়া হতো।

কিন্তু মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর জানা যায়, তাঁর নমুনায় করোনা পাওয়া গেছে।