ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর Logo ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান Logo ’’বঙ্গবন্ধু রেল সেতুর’ নাম পরিবর্তন’’ নতুন নাম যমুনা রেলসেতু Logo নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন Logo অ্যাটলির সিনেমায় সালমান খান Logo রূপালী ব্যাংকের শাখায় ডাকাত, জিম্মি কর্মকর্তারা Logo ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ Logo প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক Logo যথাসময়ে ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুঃসময়ের মধ্যেও দুঃশাসন চলছে : রিজভী

ছবিঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংকটকালেও সরকার দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে বনানী থানা ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আজকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ নেওয়া দূরে থাক, বিএনপি বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী- ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যেখানেই সাধ্য মতো গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে যাচ্ছে সেখানেই পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করেছে ত্রাণ বিতরণের জন্য। আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেও দুঃশাসন জারি রেখেছে। এটাই কী জনগণের পাশে দাঁড়ানো? কিন্তু, বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

সরকারি ত্রাণ লোপাটের প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, মেলান্দহ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ৫শ’ বস্তা চাল পাওয়া গেছে। আরও অনেক নেতার বাড়িতে প্রতিনিয়ত ত্রাণের চাল ধরা পড়ছে। কই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে গোটা দেশ বিপর্যয়ের মুখে, তবু আওয়ামী লীগের লুটপাট থামছে না। এসব কি সরকারের সমন্বিত উদ্যোগের নমুনা? এটা কি জাতীয় ঐক্যের লক্ষণ? একদিকে বিরোধী দলের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করছে সরকার।

রিজভী বলেন, আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দিতে পারছে না। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। ভালো হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছিলাম সেটিও করছে না সরকার। আজকে অনেক বাড়িওয়ালাই ভাড়াটিয়া ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কত কষ্টের মাঝেও তারা চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেবা করতে গিয়ে ডা. মঈন উদ্দিন জীবন উৎসর্গ করেছেন। কিন্তু সরকার এসবের সমাধান করতে পারছে না।

ট্যাগস
সর্বাধিক পঠিত

সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

দুঃসময়ের মধ্যেও দুঃশাসন চলছে : রিজভী

আপডেট সময় ০১:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

স্টাফ রিপোর্টারঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংকটকালেও সরকার দেশে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর মহাখালীতে বনানী থানা ছাত্রদলের উদ্যোগে দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, আজকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের উচিত ছিল সমন্বিতভাবে জাতীয় উদ্যোগ গ্রহণ করা। কিন্তু জাতীয় উদ্যোগ নেওয়া দূরে থাক, বিএনপি বা এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী- ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল যেখানেই সাধ্য মতো গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে যাচ্ছে সেখানেই পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে। তাদের গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে ছাত্রদলের নেতা মালেককে গ্রেফতার করেছে ত্রাণ বিতরণের জন্য। আসলে জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই ক্ষমতাসীন সরকার দুঃসময়ের মধ্যেও দুঃশাসন জারি রেখেছে। এটাই কী জনগণের পাশে দাঁড়ানো? কিন্তু, বিএনপি শত জুলুম নির্যাতনের মাঝেও অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

সরকারি ত্রাণ লোপাটের প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, মেলান্দহ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ৫শ’ বস্তা চাল পাওয়া গেছে। আরও অনেক নেতার বাড়িতে প্রতিনিয়ত ত্রাণের চাল ধরা পড়ছে। কই তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে গোটা দেশ বিপর্যয়ের মুখে, তবু আওয়ামী লীগের লুটপাট থামছে না। এসব কি সরকারের সমন্বিত উদ্যোগের নমুনা? এটা কি জাতীয় ঐক্যের লক্ষণ? একদিকে বিরোধী দলের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে নিজেদের লোকদের চুরি আর লুটপাট করতে সহযোগিতা করছে সরকার।

রিজভী বলেন, আজকে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দিতে পারছে না। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ডাক্তার ও নার্সদের খাবার দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে না। ভালো হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করতে আমরা আহ্বান জানিয়েছিলাম সেটিও করছে না সরকার। আজকে অনেক বাড়িওয়ালাই ভাড়াটিয়া ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। কত কষ্টের মাঝেও তারা চিকিৎসা সেবা প্রদান করে আসছে। সেবা করতে গিয়ে ডা. মঈন উদ্দিন জীবন উৎসর্গ করেছেন। কিন্তু সরকার এসবের সমাধান করতে পারছে না।