ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় যশোরে দুই করোনা রোগীর মৃত্যু

যশোরে করোনায় আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৪২) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ আলী। এর আগে, বুধবার সকালে একই হাসপাতালের আইসিইউতে শেখ আমির নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যে দুইজন মারা গেছেন তারা দুইজনই কিডনির জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।

হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু বলেন, বুধবার মধ্যরাতে মারা যাওয়া ইউসুফ আলী কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর শহরের ইবনে সিনা ক্লিনিকে দুইবার তার কিডনি ডায়ালাইসিস করতে হয়।

তিনি আরও জানান, পরে তার ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই ক্লিনিকেই করোনা পরীক্ষা করা হয়। বুধবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং রাত একটার দিকে তিনি মারা যান।

ডা. টুলু বলেন, যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন নারী চিকিৎসাধীন আছেন। তবে তার শরীরে অন্য কোনও জটিলতা না থাকায় অনেকটা ভাল আছেন তিনি।

ট্যাগস

২৪ ঘণ্টায় যশোরে দুই করোনা রোগীর মৃত্যু

আপডেট সময় ০১:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

যশোরে করোনায় আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৪২) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ইউসুফ আলী যশোরের মণিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউসুফ আলী। এর আগে, বুধবার সকালে একই হাসপাতালের আইসিইউতে শেখ আমির নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, যে দুইজন মারা গেছেন তারা দুইজনই কিডনির জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে।

হাসপাতালের আরএমও ডা. বজলুর রশিদ টুলু বলেন, বুধবার মধ্যরাতে মারা যাওয়া ইউসুফ আলী কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর শহরের ইবনে সিনা ক্লিনিকে দুইবার তার কিডনি ডায়ালাইসিস করতে হয়।

তিনি আরও জানান, পরে তার ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই ক্লিনিকেই করোনা পরীক্ষা করা হয়। বুধবার রাত ১০টার দিকে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে এবং রাত একটার দিকে তিনি মারা যান।

ডা. টুলু বলেন, যশোর জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও একজন নারী চিকিৎসাধীন আছেন। তবে তার শরীরে অন্য কোনও জটিলতা না থাকায় অনেকটা ভাল আছেন তিনি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471