ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় দুগ্ধজাত পণ্যের বাজার তৈরী উৎপাদন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

প্রান্তিক খামারীদের কাছ থেকে সংগ্রহ করা দুধের নতুন পণ্যের জাত উদ্ভাবন ও বাজার তৈরী বিষয়ে নওগাঁয় উদ্যাক্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা হয়েছে । দু দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ।

নওগাঁর মশরপুরে ফন্টেরী ডেইরী হাব এন্ড ভিএমসিসি কার্যালয়ে অনুষ্টিত কর্মশালায় ১০ জন নতুন উদ্যাক্তাদের দুগ্ধজাত পণ্যের তৈরী বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয় । প্রকল্পটির আর্থিক সহযোগিতা করছে  এ্যামবাসী অফ ডেনমার্ক ও ইফাদ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্টিত এ প্রশিক্ষন কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযয়ের ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের তাছরোভা সুলতানা, ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের অপর শিক্ষার্থী শাহরিয়ার আদিব, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার,প্রজেক্ট ম্যানেজার, আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ মাহমুদ কবীর,ভিসিএফ (ডেয়রি), আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ আল ইমাম,ভিসিএফ (মিট), আরএমটিপি প্রজেক্ট,মোঃ নুরুল আমিন,ভিসিএফ (ফার্ম ম্যাকানাইজেশন), আরএমটিপি প্রজেক্ট,মোঃ রবিউল ইসলাম প্রমুখ ।
দু দিন ব্যাপী এ কর্মশালায় অংশ নেওয়া উদ্যক্তারা সার্বিক বিষয়ে ভুয়শী প্রসংশা করেন ।

ট্যাগস

নওগাঁয় দুগ্ধজাত পণ্যের বাজার তৈরী উৎপাদন বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

আপডেট সময় ০৮:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

প্রান্তিক খামারীদের কাছ থেকে সংগ্রহ করা দুধের নতুন পণ্যের জাত উদ্ভাবন ও বাজার তৈরী বিষয়ে নওগাঁয় উদ্যাক্তাদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা হয়েছে । দু দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা ।

নওগাঁর মশরপুরে ফন্টেরী ডেইরী হাব এন্ড ভিএমসিসি কার্যালয়ে অনুষ্টিত কর্মশালায় ১০ জন নতুন উদ্যাক্তাদের দুগ্ধজাত পণ্যের তৈরী বিভিন্ন বিষয় হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয় । প্রকল্পটির আর্থিক সহযোগিতা করছে  এ্যামবাসী অফ ডেনমার্ক ও ইফাদ।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন  (পিকেএসএফ) এর সহযোগিতায় অনুষ্টিত এ প্রশিক্ষন কর্মশালায় ট্রেইনার হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযয়ের ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের তাছরোভা সুলতানা, ফুড টেকনোলজিস্ট, ডেয়রি বিজ্ঞান বিভাগের অপর শিক্ষার্থী শাহরিয়ার আদিব, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার,প্রজেক্ট ম্যানেজার, আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ মাহমুদ কবীর,ভিসিএফ (ডেয়রি), আরএমটিপি প্রজেক্ট,কৃষিবিদ মোঃ আল ইমাম,ভিসিএফ (মিট), আরএমটিপি প্রজেক্ট,মোঃ নুরুল আমিন,ভিসিএফ (ফার্ম ম্যাকানাইজেশন), আরএমটিপি প্রজেক্ট,মোঃ রবিউল ইসলাম প্রমুখ ।
দু দিন ব্যাপী এ কর্মশালায় অংশ নেওয়া উদ্যক্তারা সার্বিক বিষয়ে ভুয়শী প্রসংশা করেন ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471