ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
১৬ বর্ষে পা দিল প্রতিষ্টান টি

বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্টা বার্ষিকীর ৩দিনের বর্নাঢ্য আয়োজন

মানবিক সংগঠন বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৫ পেরিয়ে ১৬ বর্ষে পদার্পন করলো। যুগ সন্ধিক্ষন পেরুনো প্রতিষ্টান টি স্বাধীনতার উৎসব ও প্রতিষ্টান বার্ষিকী পালন করছে তিন দিন ব্যাপী নানা অনুষ্টান।বৃহস্পতিবার সংস্থার প্রায় সহশ্রাধিক কর্মকর্তা কর্মচারী ও শুভানুধায়ী বর্নিল পোশাকে বর্ণাঢ্য র‌্যালী করে।

শহরের জগত সিংহপুর থেকে র‌্যালীট শুরু হয়ে তাজের মোড় ব্রীজ মোড় মুক্তির মোড় কাজির মোড় পেরিয়ে প্রদক্ষিন করে প্রধান প্রধান সড়ক।বাদ্যর তালে সমন্বিত বৈচিত্র পোশাকের র‌্যালিটি নজর কারে শহর বাসীর।

সংস্থার চেয়ারম্যান মামুনুর রহমান, প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনু র‌্যালীর নেতৃত্ব দেন।২০০৯ সালে আর্থ- সামাজি উন্নয়ন, তৃনমুল মানুষের স্বাস্থ্য সেবা ও উন্নত জীবন গড়ার প্রত্যয় নিয়ে বন্ধু মিতালী ফাউন্ডেশন প্রতিষ্টা করেন

প্রতিষ্টার পর থেকেই সুনাম ও সততার সাথে এগিয়ে যায় প্রতিষ্টান টি ।নওগাঁ বগুড়া ও জয়পুর হাটে বর্তমান ৭৪ টি শাখায় প্রায় ১২শ কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রতিষ্টান টির।প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নওগাঁর জগত সিংপুর  হল রুমে তিন দিন ব্যাপী অনুষ্টান কর্মসুচী পালন করবে প্রতিষ্টান টি।শুক্রবার অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নওগাঁ চেম্বার অব কমার্স এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল।

ট্যাগস

সর্বাধিক পঠিত

১৬ বর্ষে পা দিল প্রতিষ্টান টি

বন্ধু মিতালী ফাউন্ডেশনের প্রতিষ্টা বার্ষিকীর ৩দিনের বর্নাঢ্য আয়োজন

আপডেট সময় ০৯:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

মানবিক সংগঠন বন্ধু মিতালী ফাউন্ডেশনের ১৫ পেরিয়ে ১৬ বর্ষে পদার্পন করলো। যুগ সন্ধিক্ষন পেরুনো প্রতিষ্টান টি স্বাধীনতার উৎসব ও প্রতিষ্টান বার্ষিকী পালন করছে তিন দিন ব্যাপী নানা অনুষ্টান।বৃহস্পতিবার সংস্থার প্রায় সহশ্রাধিক কর্মকর্তা কর্মচারী ও শুভানুধায়ী বর্নিল পোশাকে বর্ণাঢ্য র‌্যালী করে।

শহরের জগত সিংহপুর থেকে র‌্যালীট শুরু হয়ে তাজের মোড় ব্রীজ মোড় মুক্তির মোড় কাজির মোড় পেরিয়ে প্রদক্ষিন করে প্রধান প্রধান সড়ক।বাদ্যর তালে সমন্বিত বৈচিত্র পোশাকের র‌্যালিটি নজর কারে শহর বাসীর।

সংস্থার চেয়ারম্যান মামুনুর রহমান, প্রধান নির্বাহী নাজিম উদ্দিন তনু র‌্যালীর নেতৃত্ব দেন।২০০৯ সালে আর্থ- সামাজি উন্নয়ন, তৃনমুল মানুষের স্বাস্থ্য সেবা ও উন্নত জীবন গড়ার প্রত্যয় নিয়ে বন্ধু মিতালী ফাউন্ডেশন প্রতিষ্টা করেন

প্রতিষ্টার পর থেকেই সুনাম ও সততার সাথে এগিয়ে যায় প্রতিষ্টান টি ।নওগাঁ বগুড়া ও জয়পুর হাটে বর্তমান ৭৪ টি শাখায় প্রায় ১২শ কর্মকর্তা কর্মচারী রয়েছে প্রতিষ্টান টির।প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নওগাঁর জগত সিংপুর  হল রুমে তিন দিন ব্যাপী অনুষ্টান কর্মসুচী পালন করবে প্রতিষ্টান টি।শুক্রবার অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নওগাঁ চেম্বার অব কমার্স এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471