ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চিকিৎসাধীন অবস্থ ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রোজিনা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রোজিনা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। সে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৪৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯০৪ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪৭ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪৪ জন, পটুয়াখালীতে ১২ জন, পিরোজপুরে ২৭ জন, ভোলায় ৫ জন ও বরগুনায় ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৪৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

চিকিৎসাধীন অবস্থ ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু

আপডেট সময় ০৪:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রোজিনা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রোজিনা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। সে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৯ নভেম্বর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৪৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯০৪ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪৭ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪৪ জন, পটুয়াখালীতে ১২ জন, পিরোজপুরে ২৭ জন, ভোলায় ৫ জন ও বরগুনায় ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৪৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471