ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

৮ কোটি টাকার বেল মেটাল উদ্ধার ! “নওগাঁ”

উওর বঙ্গের একটি বৃহৎ অঞ্চল নওগাঁ জেলা । প্রাচীন কাল থেকে বহু নির্দেশনে বিদ্যামান এ জেলা, যার ফলে বিভন্ন স্থানে গড়ে উঠেছে বিভিন্ন প্রত্নতান্তিক নির্দেশন । যা আজো বিভিন্ন স্থানে  কিছু  বিদ্যামান  মান রয়েছে। এরই ধারাবাহিকতায়, নওগাঁর পত্নীতলায় প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য যানা যায়।

জানা গেছে, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্ব দুপুরে উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিহর চেীধুরীর ছেলে শ্রী গৌর চৌধুরী (৩৪) ও খলিলুর রহমানের ছেলে সোহেলের (২৫) নিকট হতে ১৮ শতকের ১টি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ৮কোটি টাকা।

পরে, উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী ও নওগাঁ প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনাম তানভিরুল কাছে উদ্ধার হওয়া বেল মেটালটি হস্তান্তর করা হয়।

৮ কোটি টাকার বেল মেটাল উদ্ধার ! “নওগাঁ”

আপডেট সময় ১২:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

উওর বঙ্গের একটি বৃহৎ অঞ্চল নওগাঁ জেলা । প্রাচীন কাল থেকে বহু নির্দেশনে বিদ্যামান এ জেলা, যার ফলে বিভন্ন স্থানে গড়ে উঠেছে বিভিন্ন প্রত্নতান্তিক নির্দেশন । যা আজো বিভিন্ন স্থানে  কিছু  বিদ্যামান  মান রয়েছে। এরই ধারাবাহিকতায়, নওগাঁর পত্নীতলায় প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য যানা যায়।

জানা গেছে, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্ব দুপুরে উপজেলার নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিহর চেীধুরীর ছেলে শ্রী গৌর চৌধুরী (৩৪) ও খলিলুর রহমানের ছেলে সোহেলের (২৫) নিকট হতে ১৮ শতকের ১টি সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রত্নতত্ত্ব নিদর্শন (বেল মেটাল) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে প্রায় ৮কোটি টাকা।

পরে, উপজেলা নির্বাহী অফিসার মো.লিটন সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চক্রবর্তী ও নওগাঁ প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক সহকারী পরিচালক সাইদ ইনাম তানভিরুল কাছে উদ্ধার হওয়া বেল মেটালটি হস্তান্তর করা হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471