ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

‘ভ্রমণ আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে; শানায়া

বলিউডের নবাগতা নায়িকা শানায়া কাপুরকে ঘিরে মানুষের আগ্রহের যেন শেষ নেই। সঞ্জয় কাপুরকন্যার বলিউড অভিষেক নিয়েও নানা খবর প্রচারিত হয়েছিল। করণ জোহর তাঁকে বলিউডে নিয়ে আসতে চলেছেন, প্রথম খবরটা এমন ছিল।

তবে সর্বশেষ খবর, দক্ষিণের অভিনেতা ও প্রযোজক মোহনলালের বৃষভ ছবির মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করতে চলেছেন শানায়া।

এই পিরিয়ড ছবিটি পরিচালনা করবেন নন্দ কিশোর। অতীত আর বর্তমানের মেলবন্ধন নিয়েই এ ছবি। আর শানায়া এ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ছবিতে তিনিই অতীত আর বর্তমানের মধ্যে মেলবন্ধন ঘটাবেন।

জানা গেছে, বৃষভ-এর কাহিনি বোনা হয়েছে বাবা আর ছেলের সম্পর্ক ঘিরে। ছবিটি তেলেগু আর মালয়ালম ভাষায় শুট করা হবে। ভারত জুড়ে মুক্তি পাবে।

শানায়া নিজের ফিল্মি ক্যারিয়ার নিয়ে দারুণ আশাবাদী। এ দুনিয়ায় নিজেকে দাপুটে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে শানায়া বলেছেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করার জন্য এখন থেকেই আমি পরিশ্রম করা শুরু করে দিয়েছি। ছবির আদ্যোপান্ত বোঝার জন্য সহপরিচালক হিসেবে কাজ করছি।’

ঘুরে বেড়ানো তাঁর শখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেড়াতে যেতে আমি দারুণ ভালোবাসি। নতুন নতুন স্থান, সেখানকার সংস্কৃতি, খাওয়াদাওয়া, প্রথা, রীতিনীতিসহ আরও নানা কিছু অন্বেষণ আমার নেশা।

আমি বিশেষ করে পছন্দ করি স্থানীয় খাবার। আমি মনে করি, ভ্রমণ মানুষকে তাঁর স্বাচ্ছন্দ্যের দুনিয়া থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করে। আর নতুন কিছু শিখতেও সাহায্য করে। ভ্রমণ আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে। ভ্রমণই আমাকে অভিনেত্রী হিসেবে ক্রমে ঋদ্ধ করে তুলছে।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

‘ভ্রমণ আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে; শানায়া

আপডেট সময় ০৭:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

বলিউডের নবাগতা নায়িকা শানায়া কাপুরকে ঘিরে মানুষের আগ্রহের যেন শেষ নেই। সঞ্জয় কাপুরকন্যার বলিউড অভিষেক নিয়েও নানা খবর প্রচারিত হয়েছিল। করণ জোহর তাঁকে বলিউডে নিয়ে আসতে চলেছেন, প্রথম খবরটা এমন ছিল।

তবে সর্বশেষ খবর, দক্ষিণের অভিনেতা ও প্রযোজক মোহনলালের বৃষভ ছবির মাধ্যমে ফিল্মি ক্যারিয়ার শুরু করতে চলেছেন শানায়া।

 

View this post on Instagram

 

A post shared by Shanaya Kapoor🤍 (@shanayakapoor02)

এই পিরিয়ড ছবিটি পরিচালনা করবেন নন্দ কিশোর। অতীত আর বর্তমানের মেলবন্ধন নিয়েই এ ছবি। আর শানায়া এ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। ছবিতে তিনিই অতীত আর বর্তমানের মধ্যে মেলবন্ধন ঘটাবেন।

জানা গেছে, বৃষভ-এর কাহিনি বোনা হয়েছে বাবা আর ছেলের সম্পর্ক ঘিরে। ছবিটি তেলেগু আর মালয়ালম ভাষায় শুট করা হবে। ভারত জুড়ে মুক্তি পাবে।

শানায়া নিজের ফিল্মি ক্যারিয়ার নিয়ে দারুণ আশাবাদী। এ দুনিয়ায় নিজেকে দাপুটে অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে চান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর এক প্রশ্নের জবাবে শানায়া বলেছেন, ‘নিজেকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করার জন্য এখন থেকেই আমি পরিশ্রম করা শুরু করে দিয়েছি। ছবির আদ্যোপান্ত বোঝার জন্য সহপরিচালক হিসেবে কাজ করছি।’

ঘুরে বেড়ানো তাঁর শখ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেড়াতে যেতে আমি দারুণ ভালোবাসি। নতুন নতুন স্থান, সেখানকার সংস্কৃতি, খাওয়াদাওয়া, প্রথা, রীতিনীতিসহ আরও নানা কিছু অন্বেষণ আমার নেশা।

আমি বিশেষ করে পছন্দ করি স্থানীয় খাবার। আমি মনে করি, ভ্রমণ মানুষকে তাঁর স্বাচ্ছন্দ্যের দুনিয়া থেকে বাইরে নিয়ে যেতে সাহায্য করে। আর নতুন কিছু শিখতেও সাহায্য করে। ভ্রমণ আমাকে অভিনেত্রী হিসেবে এগিয়ে যেতে সাহায্য করেছে। ভ্রমণই আমাকে অভিনেত্রী হিসেবে ক্রমে ঋদ্ধ করে তুলছে।’


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471