ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নোরা ফাতেহি’র সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার

  • বিনোদন ডেক্স;
  • আপডেট সময় ০৭:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • ১৭৮২ Time View

নোরা ফাতেহি

আইটেম গার্ল নোরা ফাতেহি যেখানেই যান সেখানেই ছড়ান শারীরিক আবেদন। সেইসঙ্গে বেলি ড্যান্সে তোলেন ঝড়। লাস্যময়ীতা ও মাদকতা যেন মিলেমিশে একাকার এই তারকার মাঝে।

বলিউডে জায়গাটা পাকা করে নিয়েছেন তিনি। সেইসঙ্গে মালিক বনে গেছেন পাহাড় সমান অর্থবিত্তের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নোরার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি রুপি। বলিউডে প্রায় এক দশক কাজ করেই এই বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েছেন তিনি।

সিনেমায় অভিনয়ের জন্য এক কোটি রুপি নেন নোরা। আইটেম গানের জন্য তার পারিশ্রমিক ৫০ লাখ। তবে তার রোজগারের মূল উৎস ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। শুধুমাত্র বিজ্ঞাপনের হাত ধরেই মাসে প্রায় ৩০-৪০ লাখ আয় করেন নোরা।

মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন নোরা। আমেরিকান আর্কিটেক্ট পিটার মারিনোর ডিজাইন করা সেই অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি। সেটি ইন্টেরিয়র সাজাতেও কয়েকটি কোটি টাকা খরচ করেছেন তিনি। কানাডাতেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তার। নোরার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার মূল্য ৫ কোটি।

এছাড়া বিএমডব্লিউ ফাইভ সিরিজ (৬৫ লক্ষ), মার্সেডিজ বেন্জ (৩৩ লক্ষ), হোন্ডা সিটি (১২ লক্ষ) সহ একাধিক গাড়ি রয়েছে এ লাস্যময়ীর। বাড়ি, গাড়ি ছাড়াও নোরার সংগ্রহে রয়েছে একাধিক দামী ব্যাগ, যার মূল্য ৫ থেকে ৭ লক্ষ।

নোরার আইটেম গান প্রকাশ পাওয়া মানে অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ! এ কারণে তার চাহিদাও আকশচুম্বী। সারা বছরই থাকে তার ব্যস্ততা। ফলে আয়ের ঝুলি ফুলে-ফেঁপে উঠতে সময় লাগেনি।

নোরা ফাতেহি’র সম্পদের পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার

আপডেট সময় ০৭:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

আইটেম গার্ল নোরা ফাতেহি যেখানেই যান সেখানেই ছড়ান শারীরিক আবেদন। সেইসঙ্গে বেলি ড্যান্সে তোলেন ঝড়। লাস্যময়ীতা ও মাদকতা যেন মিলেমিশে একাকার এই তারকার মাঝে।

বলিউডে জায়গাটা পাকা করে নিয়েছেন তিনি। সেইসঙ্গে মালিক বনে গেছেন পাহাড় সমান অর্থবিত্তের।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নোরার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি রুপি। বলিউডে প্রায় এক দশক কাজ করেই এই বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়েছেন তিনি।

সিনেমায় অভিনয়ের জন্য এক কোটি রুপি নেন নোরা। আইটেম গানের জন্য তার পারিশ্রমিক ৫০ লাখ। তবে তার রোজগারের মূল উৎস ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। শুধুমাত্র বিজ্ঞাপনের হাত ধরেই মাসে প্রায় ৩০-৪০ লাখ আয় করেন নোরা।

মুম্বাইয়ের ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন নোরা। আমেরিকান আর্কিটেক্ট পিটার মারিনোর ডিজাইন করা সেই অ্যাপার্টমেন্টের দাম ১০ কোটি। সেটি ইন্টেরিয়র সাজাতেও কয়েকটি কোটি টাকা খরচ করেছেন তিনি। কানাডাতেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তার। নোরার একটি ভ্যানিটি ভ্যান রয়েছে, যার মূল্য ৫ কোটি।

এছাড়া বিএমডব্লিউ ফাইভ সিরিজ (৬৫ লক্ষ), মার্সেডিজ বেন্জ (৩৩ লক্ষ), হোন্ডা সিটি (১২ লক্ষ) সহ একাধিক গাড়ি রয়েছে এ লাস্যময়ীর। বাড়ি, গাড়ি ছাড়াও নোরার সংগ্রহে রয়েছে একাধিক দামী ব্যাগ, যার মূল্য ৫ থেকে ৭ লক্ষ।

নোরার আইটেম গান প্রকাশ পাওয়া মানে অনলাইন দুনিয়ায় বিস্ফোরণ! এ কারণে তার চাহিদাও আকশচুম্বী। সারা বছরই থাকে তার ব্যস্ততা। ফলে আয়ের ঝুলি ফুলে-ফেঁপে উঠতে সময় লাগেনি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471