ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বন্ধু ডলফিন ‘ওউম’-এর সঙ্গে মেহজাবীন

  • বিনোদন ডেক্স:
  • আপডেট সময় ১১:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ১৭১৫ Time View

দিন কয়েক আগে মেক্সিকোর সাগরপাড়ে দেখা গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। নেটমাধ্যমে তার ছবিগুলো ব্যাপক ভাইরাল হয়। প্রশ্ন ওঠে, ক্যানকানে কার সঙ্গে ঘুরছেন তিশা? এর জবাব পাওয়া গেল আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ফেসবুক পোস্টে। ক্যানকানে আছেন তিনিও। তবে তিশার সঙ্গে এক ছবিতে দেখা না গেলেও একসঙ্গে লেন্সবন্দি হলেন নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কিছু স্থিরচিত্র প্রকাশ করেন মেহজাবীন। ক্যাপশনে লেখেন, “আমার নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে পরিচিত হও।”

ছবিতে নতুন বন্ধুর সঙ্গে খুব আদুরে ভঙ্গিতে ধরা দেন ‘পুনর্জন্ম’ অভিনেত্রী। মেহজাবীনের গালে চুমু এঁকে দেন তার বন্ধু। বিনিময়ে এবার বন্ধুটির ঠোঁটেও চুমু খান নায়িকা। মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। মজার ব্যাপার হলো, তার নতুন বন্ধুটি কোনো মানুষ নয় বরং একটি মাছ। ‘ডলফিন পার্ক ক্যানকান’-এ এসে দেখা মিলল তার নতুন বন্ধু ডলফিন ‘ওউম’-এর সঙ্গে।

সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে উড়াল দেন একঝাঁক অভিনয় তারকা। সেই দলে ছিলেন তিশা-মেহজাবীনও। ধারণা করা হচ্ছে অনুষ্ঠান শেষে অবকাশ যাপনে এখন মেক্সিকোতে আছেন তারা।

ট্যাগস

নতুন বন্ধু ডলফিন ‘ওউম’-এর সঙ্গে মেহজাবীন

আপডেট সময় ১১:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

দিন কয়েক আগে মেক্সিকোর সাগরপাড়ে দেখা গিয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। নেটমাধ্যমে তার ছবিগুলো ব্যাপক ভাইরাল হয়। প্রশ্ন ওঠে, ক্যানকানে কার সঙ্গে ঘুরছেন তিশা? এর জবাব পাওয়া গেল আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ফেসবুক পোস্টে। ক্যানকানে আছেন তিনিও। তবে তিশার সঙ্গে এক ছবিতে দেখা না গেলেও একসঙ্গে লেন্সবন্দি হলেন নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কিছু স্থিরচিত্র প্রকাশ করেন মেহজাবীন। ক্যাপশনে লেখেন, “আমার নতুন বন্ধু ‘ওউম’-এর সঙ্গে পরিচিত হও।”

ছবিতে নতুন বন্ধুর সঙ্গে খুব আদুরে ভঙ্গিতে ধরা দেন ‘পুনর্জন্ম’ অভিনেত্রী। মেহজাবীনের গালে চুমু এঁকে দেন তার বন্ধু। বিনিময়ে এবার বন্ধুটির ঠোঁটেও চুমু খান নায়িকা। মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। মজার ব্যাপার হলো, তার নতুন বন্ধুটি কোনো মানুষ নয় বরং একটি মাছ। ‘ডলফিন পার্ক ক্যানকান’-এ এসে দেখা মিলল তার নতুন বন্ধু ডলফিন ‘ওউম’-এর সঙ্গে।

সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে উড়াল দেন একঝাঁক অভিনয় তারকা। সেই দলে ছিলেন তিশা-মেহজাবীনও। ধারণা করা হচ্ছে অনুষ্ঠান শেষে অবকাশ যাপনে এখন মেক্সিকোতে আছেন তারা।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471