ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :

নওগাঁয় ১৫ দিন ধরে স্কুল ছাত্রের হদিস মিলছে না অপরহরণের অভিযোগ !

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছীর পল্লীতে ১৫ দিন ধরে শিহাব নামের এক দশম শ্রেনীর ছাত্র নিখোঁজ রয়েছে । স্বজনরা শিহাবের খোঁজ চেয়ে বদলগাছী থানায় জিডি করেছে ।

চিন্তিত শিহাবের স্বজনরা

তবে তাকে অপহরণ করা হয়েছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত করছে । তবে স্বজনদের অভিযোগ ঘটনার দু দিন পর একটি খবর আসে শিহাব কে ধরে রাখা হয়েছে । এর পর থেকে আর কোন সন্ধান করতে পারছে না । বদলগাছীর মিঠাপুর ইউনিয়নের পাড়রা গ্রামে বাসিন্দা আমিনুরের ছেলে শিহাব ।

নিখোঁজ শিহাবের পিতা আমিনুর রহমান জানান, গত ৩০ জানুয়ারী বিকেল ৪ টার দিকে শিহাব বাড়ীর পাশে খেলা করছিল । এর পর  নিখোঁজ হয় । পরে বিভিন্ন আত্বীয় স্বজনদের বাড়ী খোঁজ করে তার কোন সন্ধান করা যায় নি । তবে তাকে অপরহরণ করা হয়েছে কিনা সে ব্যাপারে আমিনুল জানায় আমার সাথে কারও শক্রতা নেই । আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ।

নিখোঁজ শিহাব  বদলগাছীর মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র । বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, শিহাব খুব মেধাবী ও শান্ত প্রকৃতির ছেলে । তার নিরুদ্দেশ খবর টি আমাদের মর্মাহত করেছে । সরজমিন গ্রামে গিয়ে দেখা যায় উদ্বিগ্ন স্বজনদের পাশাপাশী গ্রামের মানুষও চিন্তিত ।

শিহাব স্থানীয় মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র

স্থানীয় ধর্মপুর গোয়াল ভিটা সিনিয়র মাদ্রসার অধ্য্‌ক্ষ আনোয়ার হোসেন বলেন, স্কুল ছাত্র শিহাবের নিখোঁজ খবরে পুরো গ্রাম চিন্তিত । এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত যোবায়ের আলম জানান, আমরা অভিযোগ পাওয়ার পর তদন্ত করছি ।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে গণঅভ্যুত্থানের ডাক বিজেপি নেতার

নওগাঁয় ১৫ দিন ধরে স্কুল ছাত্রের হদিস মিলছে না অপরহরণের অভিযোগ !

আপডেট সময় ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছীর পল্লীতে ১৫ দিন ধরে শিহাব নামের এক দশম শ্রেনীর ছাত্র নিখোঁজ রয়েছে । স্বজনরা শিহাবের খোঁজ চেয়ে বদলগাছী থানায় জিডি করেছে ।

চিন্তিত শিহাবের স্বজনরা

তবে তাকে অপহরণ করা হয়েছে কিনা তা নিয়ে পুলিশ তদন্ত করছে । তবে স্বজনদের অভিযোগ ঘটনার দু দিন পর একটি খবর আসে শিহাব কে ধরে রাখা হয়েছে । এর পর থেকে আর কোন সন্ধান করতে পারছে না । বদলগাছীর মিঠাপুর ইউনিয়নের পাড়রা গ্রামে বাসিন্দা আমিনুরের ছেলে শিহাব ।

নিখোঁজ শিহাবের পিতা আমিনুর রহমান জানান, গত ৩০ জানুয়ারী বিকেল ৪ টার দিকে শিহাব বাড়ীর পাশে খেলা করছিল । এর পর  নিখোঁজ হয় । পরে বিভিন্ন আত্বীয় স্বজনদের বাড়ী খোঁজ করে তার কোন সন্ধান করা যায় নি । তবে তাকে অপরহরণ করা হয়েছে কিনা সে ব্যাপারে আমিনুল জানায় আমার সাথে কারও শক্রতা নেই । আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ ।

নিখোঁজ শিহাব  বদলগাছীর মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র । বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, শিহাব খুব মেধাবী ও শান্ত প্রকৃতির ছেলে । তার নিরুদ্দেশ খবর টি আমাদের মর্মাহত করেছে । সরজমিন গ্রামে গিয়ে দেখা যায় উদ্বিগ্ন স্বজনদের পাশাপাশী গ্রামের মানুষও চিন্তিত ।

শিহাব স্থানীয় মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র

স্থানীয় ধর্মপুর গোয়াল ভিটা সিনিয়র মাদ্রসার অধ্য্‌ক্ষ আনোয়ার হোসেন বলেন, স্কুল ছাত্র শিহাবের নিখোঁজ খবরে পুরো গ্রাম চিন্তিত । এ ব্যপারে বদলগাছী থানার ভারপ্রাপ্ত যোবায়ের আলম জানান, আমরা অভিযোগ পাওয়ার পর তদন্ত করছি ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471