ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে আটতলা থেকে পড়েও বেঁচে গেল বাংলাদেশি শিশু

সড়কে পড়ে থাকা শিশু

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লন্ড‌নের বাঙালি পাড়ায় এক‌টি বহুতল ভবনের আটতলা থে‌কে পড়ে গিয়েছে চার বছর বয়সী একটি শিশু। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে শিশুটি।

সংজ্ঞাহীন অবস্থায় শিশু‌টি‌কে হাসপাতালে নেওয়া হ‌য়। শিশুটির মা-বাবা দুজ‌নই ব্রিটিশ বাংলাদেশি বলে জানা গেছে। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকালে পূর্ব লন্ড‌নের ই ওয়ান এলাকার এক‌টি বহুতল ভবনের সামনের রাস্তায় শিশু‌টিকে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে সেখানে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্সও আসে। তারা শিশু‌টি‌কে হাসপাতালে নি‌য়ে যায়।

সরেজমিন, লন্ডন সময় রাত তিনটায় অল সেইন্টস ডিএলআর স্টেশনের অদূরে ঘটনাস্থলে গি‌য়ে দেখা যায়, পুরো সড়‌কে যান-

চলাচল বন্ধ ক‌রে ঘটনাস্থল ঘি‌রে রে‌খে‌ছে পুলিশ। কর্তব্যরত একজন পু‌লিশ কর্মকর্তা জানান, শিশু‌টি‌কে আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে।

টাওয়ার হ্যাঘম‌লেটস পু‌লি‌শের পক্ষ থে‌কে এ দুর্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দি‌তে সক্ষম এমন ব্যক্তিদের তাৎক্ষনিক পু‌লি‌শের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

ট্যাগস

যুক্তরাজ্যে আটতলা থেকে পড়েও বেঁচে গেল বাংলাদেশি শিশু

আপডেট সময় ১২:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লন্ড‌নের বাঙালি পাড়ায় এক‌টি বহুতল ভবনের আটতলা থে‌কে পড়ে গিয়েছে চার বছর বয়সী একটি শিশু। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে শিশুটি।

সংজ্ঞাহীন অবস্থায় শিশু‌টি‌কে হাসপাতালে নেওয়া হ‌য়। শিশুটির মা-বাবা দুজ‌নই ব্রিটিশ বাংলাদেশি বলে জানা গেছে। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছেন।

সোমবার (২৭ জুলাই) বিকালে পূর্ব লন্ড‌নের ই ওয়ান এলাকার এক‌টি বহুতল ভবনের সামনের রাস্তায় শিশু‌টিকে পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে সেখানে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্সও আসে। তারা শিশু‌টি‌কে হাসপাতালে নি‌য়ে যায়।

সরেজমিন, লন্ডন সময় রাত তিনটায় অল সেইন্টস ডিএলআর স্টেশনের অদূরে ঘটনাস্থলে গি‌য়ে দেখা যায়, পুরো সড়‌কে যান-

চলাচল বন্ধ ক‌রে ঘটনাস্থল ঘি‌রে রে‌খে‌ছে পুলিশ। কর্তব্যরত একজন পু‌লিশ কর্মকর্তা জানান, শিশু‌টি‌কে আইসিইউতে রাখা হ‌য়ে‌ছে।

টাওয়ার হ্যাঘম‌লেটস পু‌লি‌শের পক্ষ থে‌কে এ দুর্ঘটনার সাক্ষ্য কিংবা তথ্য দি‌তে সক্ষম এমন ব্যক্তিদের তাৎক্ষনিক পু‌লি‌শের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5471