দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।
জরুরি উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে যেখানে সানচেয়ং এলাকায় ছয়জন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছেন।বন্যার পানিতে হাজার হাজার সড়ক, ভবন ক্ষতিগ্রস্ত ও নিমজ্জিত হয়েছে। কৃষিজমি ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বৃষ্টিপাত শুরু হওয়ার পর বুধবার থেকে অঞ্চলজুড়ে প্রায় দশ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এক সময় প্রায় একচল্লিশ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
দক্ষিণ ও মধ্যাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃষ্টিপাত কমে এলেও শনিবার রাতের পর থেকে তা উত্তর দিকে সরে এসেছে। রবিবার সিউল ও উত্তরাঞ্চলে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকার ইতোমধ্যে একটি বহু সংস্থার সমন্বয়ে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে।