রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনী বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সোমবার বিকাল ৪টা ৪৮ মিনিটে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানায় ফায়ার সার্ভিস।
বার্তায় জানানো হয়, ‘বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছেন অর্ধ-শতাধিকের বেশি মানুষ। উদ্ধার অভিযানে দমকল বাহিনীর ৯ ইউনিট এবং ৬ অ্যাম্বুলেন্স কাজ করছে।’
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।