নিজ পিতার দ্বারা ধর্ষণের শিকার এক তরুণী এখন প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নওগাঁ সদর মডেল থানায় করা মামলায় অভিযুক্ত ধর্ষক পিতা উজ্জল হোসেন (৪৮) জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই মেয়েকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী তরুণী জানায়, নওগাঁ সদর উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা উজ্জল হোসেন দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তার উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। এসব ঘটনায় ২০২৩ সালের ৪ আগস্ট ভুক্তভোগী নিজেই নওগাঁ সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার আসামি করা হয় তার পিতা উজ্জল হোসেনকে।
মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। তবে কিছুদিন আগে আদালত থেকে জামিনে বের হয়ে আসেন উজ্জল। জামিনে মুক্তির পর থেকেই তিনি মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তরুণী।
জানা গেছে, মামলা দায়েরের পর এক পর্যায়ে মেয়েটিকে মারধর করে মাথার চুল কেটে দেয় পিতা উজ্জল। সর্বশেষ ২০২৫ সালের ৫ মে ভুক্তভোগী তরুণী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি উল্লেখ করেন, অভিযুক্ত উজ্জল হোসেন পিতার পরিচয়ে নিজের প্রভাব খাটিয়ে মামলা তুলে নিতে তাকে নানা উপায়ে শাসাচ্ছেন এবং প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর এ আলম সিদ্দিকী বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।