ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার, কারণ জানালেন কোচ

চোটের গ্যাঁড়াকলে পড়ে ফুটবল খেলা ভুলে যেতে বসেছেন নেইমার। চোট সারিয়ে মাঠে ফেরেন, যেন ক্ষণিকের অতিথি হয়ে! চোটের সঙ্গে যুদ্ধ করেও নেইমার এখন পর্যন্ত ব্রাজিলের আশা ভরসার প্রদীপ। কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর সবাই ধরেই নিয়েছিল, জাতীয় দলে জায়গা পাবেন নেইমার। কিন্তু, সবাইকে অবাক করে তাকে দলে রাখেননি আনচেলত্তি।

এই দলে জায়গা না পেলেও নেইমার পরিকল্পনায় আছে এবং থাকবে বলে জানিয়েছেন আনচেলত্তি। নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় তিনি বলেন, ‘যারা ছন্দে আছে আমি সেসব খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি ইনজুরিতে ছিলেন। সবাই জানে নেইমার ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময়ই সবার পরিকল্পনায় আছে এবং থাকবে।’

আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে আছেন ক্যাসেমিরো। ২০২৩ এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলে ফেরাদের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন। রিচার্লিসনও ২০২৩ এর অক্টোবরের পর প্রথম ডাক পেয়েছেন।

নেইমারকে ছাড়া দল সাজালেও ব্রাজিলের দলের হয়ে ২০২৩ সালে সবশেষ মাঠে নামা কাসেমিরোকে ফেরানো হয়েছে। তাকে ফিরিয়ে অবশ্য প্রশ্নের সম্মুখীন হয়েছেন আনচেলত্তি। সবশেষ মৌসুমে তেমন ভালো না করার পরও তাকে দলে নেওয়ায় জন্ম নিয়েছে কৌতূহল।

কাসেমিরোকে দলে নেওয়ার কারণ হিসেবে আনচেলত্তি বলেন, ‘আমার মতে, ও একজন দারুণ খেলোয়াড়। আমি ভাগ্যবান ছিলাম, ওর সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় জাতীয় দলের জন্য এমন একজন খেলোয়াড় দরকার যার মধ্যে নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও প্রতিভা আছে। ব্রাজিলে সবসময় প্রতিভার অভাব ছিল না।’

‘আধুনিক ফুটবলে প্রতিভার সঙ্গে দরকার মনোভাব, দায়বদ্ধতা ও আত্মত্যাগ। কাসেমিরোর মধ্যে এই গুণগুলো আছে। যারা দলে সুযোগ পেয়েছে, তাদের অনেকের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো রয়েছে।’

 

ট্যাগস

আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে নেই নেইমার, কারণ জানালেন কোচ

আপডেট সময় ০৫:৫৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

চোটের গ্যাঁড়াকলে পড়ে ফুটবল খেলা ভুলে যেতে বসেছেন নেইমার। চোট সারিয়ে মাঠে ফেরেন, যেন ক্ষণিকের অতিথি হয়ে! চোটের সঙ্গে যুদ্ধ করেও নেইমার এখন পর্যন্ত ব্রাজিলের আশা ভরসার প্রদীপ। কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর সবাই ধরেই নিয়েছিল, জাতীয় দলে জায়গা পাবেন নেইমার। কিন্তু, সবাইকে অবাক করে তাকে দলে রাখেননি আনচেলত্তি।

এই দলে জায়গা না পেলেও নেইমার পরিকল্পনায় আছে এবং থাকবে বলে জানিয়েছেন আনচেলত্তি। নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় তিনি বলেন, ‘যারা ছন্দে আছে আমি সেসব খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করেছি। নেইমার সম্প্রতি ইনজুরিতে ছিলেন। সবাই জানে নেইমার ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে সবসময়ই সবার পরিকল্পনায় আছে এবং থাকবে।’

আনচেলত্তির ঘোষিত স্কোয়াডে আছেন ক্যাসেমিরো। ২০২৩ এর অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার। দলে ফেরাদের তালিকায় আছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে রিয়াল বেতিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন। রিচার্লিসনও ২০২৩ এর অক্টোবরের পর প্রথম ডাক পেয়েছেন।

নেইমারকে ছাড়া দল সাজালেও ব্রাজিলের দলের হয়ে ২০২৩ সালে সবশেষ মাঠে নামা কাসেমিরোকে ফেরানো হয়েছে। তাকে ফিরিয়ে অবশ্য প্রশ্নের সম্মুখীন হয়েছেন আনচেলত্তি। সবশেষ মৌসুমে তেমন ভালো না করার পরও তাকে দলে নেওয়ায় জন্ম নিয়েছে কৌতূহল।

কাসেমিরোকে দলে নেওয়ার কারণ হিসেবে আনচেলত্তি বলেন, ‘আমার মতে, ও একজন দারুণ খেলোয়াড়। আমি ভাগ্যবান ছিলাম, ওর সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমার মনে হয় জাতীয় দলের জন্য এমন একজন খেলোয়াড় দরকার যার মধ্যে নেতৃত্বগুণ, ব্যক্তিত্ব ও প্রতিভা আছে। ব্রাজিলে সবসময় প্রতিভার অভাব ছিল না।’

‘আধুনিক ফুটবলে প্রতিভার সঙ্গে দরকার মনোভাব, দায়বদ্ধতা ও আত্মত্যাগ। কাসেমিরোর মধ্যে এই গুণগুলো আছে। যারা দলে সুযোগ পেয়েছে, তাদের অনেকের মধ্যেই এই বৈশিষ্ট্যগুলো রয়েছে।’