সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হতাশাজনক সিরিজ হারের পর বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ দল। নতুন করে চ্যালেঞ্জ নিতে এরই মধ্যে পাকিস্তানে পা রেখেছে টাইগারদের প্রথম বহর। আগামী ২৮ মে থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যেটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই সিরিজ ঘিরে রয়েছে আলাদা গুরুত্ব। বিশেষ করে দলকে মানসিকভাবে ঘুরে দাঁড়াতে হলে এখান থেকেই শুরু করতে হবে।
আজ রোববার সকালে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম অংশ। এই বহরে ছিলেন চারজন ক্রিকেটার—হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। সঙ্গে ছিলেন দলীয় ম্যানেজার নাফিস ইকবাল ও কিছু সাপোর্ট স্টাফ। বাকি খেলোয়াড় ও কোচিং ইউনিটের সদস্যরা সোমবার দলের সঙ্গে যোগ দেবেন।
প্রথমে এই সিরিজটি পাঁচ ম্যাচের হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক টানাপোড়েন এবং পিএসএল সূচি পরিবর্তনের কারণে তা তিন ম্যাচে সীমাবদ্ধ রাখা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বিসিবির আলোচনার ভিত্তিতে এই পরিবর্তন আসে। পুরো সিরিজের তিনটি ম্যাচই হবে লাহোরে-২৮ মে, ৩০ মে এবং ১ জুন।
বাংলাদেশ স্কোয়াড;
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।