চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। শত্রু নয়, বরং নিজ দেশের মধ্যেই এক আবাসিক এলাকায় বিমান হামলার মতো ঘটনা ঘটিয়েছে তারা। তবে বিমান বাহিনীর দাবি, এটি একটি ‘দুর্ভাগ্যজনক অসাবধানতা’।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যপ্রদেশের শিবপুরী জেলার পিছোর শহরে। সকাল ১১টার দিকে স্থানীয় শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে আকস্মিকভাবে একটি ভারী ধাতব বস্তু পড়ে। বিস্ফোরণের মতো শব্দ হয়, ফেটে যায় ছাদ, উঠানে তৈরি হয় বিশাল গর্ত। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির দুটি কক্ষ এবং পাশে পার্ক করা একটি গাড়ি। তবে সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।
ঘটনার পরপরই আইএএফ এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে জানায়, বিমান থেকে একটি “অ-বিস্ফোরক বায়বীয় স্টোর” অসাবধানতাবশত পড়ে যায়। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে তারা জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর নিশ্চিত করেছেন, পরিবারটির চার সদস্য অক্ষত আছেন এবং পুলিশ-প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার প্রশান্ত শর্মা জানান, ধাতব বস্তুটিতে পোড়ার চিহ্ন রয়েছে এবং এটি খুবই শক্ত পদার্থ বলে মনে হচ্ছে। ঘটনার উৎস জানতে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এদিকে, এই ঘটনা এমন সময় ঘটল যখন ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে। ২২ এপ্রিল কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় বিমান চলাচল ও সীমান্ত ব্যবস্থায় নিষেধাজ্ঞা আরোপ করে।