রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জেরে নিরাপত্তার জন্য ঢাকা সিটি কলেজে বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টা ২৪ মিনিটে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ. এম. মোবারক হোসাইন এ ঘোষণাটি দেন।
এই ঘটনার পেছনে রয়েছে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংস সংঘর্ষ, যা সায়েন্সল্যাবরেটরি এলাকা রণক্ষেত্রে পরিণত করে। সংঘর্ষের কারণে শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়, তবে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যায়। সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্য অবস্থান নেন, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন, সেখানে তারা আগুন ধরিয়ে বিক্ষোভ করেন, যার ফলে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব পর্যন্ত যানচলাচল বন্ধ হয়ে যায়।
কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত পরিস্থিতি শান্ত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো উচিত, যাতে সহিংসতার আশঙ্কা কমে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হয়। পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।