ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগার থেকে আমার শীতের সোয়েটার হারিয়ে গেছে: পলক

কারাগারে থাকা অবস্থায় দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে—এমন অভিযোগ করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (১৭ এপ্রিল) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর উদ্দেশে তিনি এই অভিযোগ তোলেন, যা মুহূর্তেই গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

পলক বলেন, “আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।”

তবে পলকের এই বক্তব্যকে ‘উদ্ভট ও ভিত্তিহীন’ দাবি করে তা নাকচ করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, “আলোচনায় থাকার জন্যই তিনি এমন অদ্ভুত অভিযোগ করেন। কারাগার থেকে বন্দীর কোনো জিনিস হারানোর সুযোগই নেই।”

কারা কর্তৃপক্ষের ব্যাখ্যায় বলা হয়, কোনো বন্দীর কাপড়চোপড় যদি কারাগার থেকে বাইরে পাঠাতে হয়, সেগুলো নিয়মমাফিক পরীক্ষা-নিরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাই সোয়েটার হারানোর বিষয়টি কারাগারের বাস্তবতার সঙ্গে মানানসই নয়।আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, শুনানি শেষে তার মক্কেল কাঠগড়ায় দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে সোয়েটার হারানোর বিষয়টি জানান। যদিও কারা কর্তৃপক্ষ এই দাবিকে পুরোপুরি নাকচ করেছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

কারাগার থেকে আমার শীতের সোয়েটার হারিয়ে গেছে: পলক

আপডেট সময় ০৭:৩০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

কারাগারে থাকা অবস্থায় দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে—এমন অভিযোগ করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (১৭ এপ্রিল) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর উদ্দেশে তিনি এই অভিযোগ তোলেন, যা মুহূর্তেই গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

পলক বলেন, “আগামী শীতকাল পর্যন্ত কারাগারে থাকতে হবে কি না, জানি না। কিন্তু আমার দুটি শীতের সোয়েটার হারিয়ে গেছে। যদি সে পর্যন্ত থাকতে হয়, তাহলে আবার সোয়েটার জোগাড় করে নিতে হবে।”

তবে পলকের এই বক্তব্যকে ‘উদ্ভট ও ভিত্তিহীন’ দাবি করে তা নাকচ করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, “আলোচনায় থাকার জন্যই তিনি এমন অদ্ভুত অভিযোগ করেন। কারাগার থেকে বন্দীর কোনো জিনিস হারানোর সুযোগই নেই।”

কারা কর্তৃপক্ষের ব্যাখ্যায় বলা হয়, কোনো বন্দীর কাপড়চোপড় যদি কারাগার থেকে বাইরে পাঠাতে হয়, সেগুলো নিয়মমাফিক পরীক্ষা-নিরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাই সোয়েটার হারানোর বিষয়টি কারাগারের বাস্তবতার সঙ্গে মানানসই নয়।আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, শুনানি শেষে তার মক্কেল কাঠগড়ায় দাঁড়িয়ে ব্যক্তিগতভাবে সোয়েটার হারানোর বিষয়টি জানান। যদিও কারা কর্তৃপক্ষ এই দাবিকে পুরোপুরি নাকচ করেছে।