ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের ইতিহাসে সেরা ’নির্বাচন’ আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (এএনএফআরইএল) সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এএনএফআরইএল’র প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়।

বিএনপিসহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে জামায়াতসহ কিছু দল নির্বাচনের আগে সংস্কার করার পক্ষে মত দেয়।

এমন অবস্থায় বিভিন্ন সময় দেওয়া বক্তব্যে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের দুটি সম্ভাব্য সময়ের কথা জানান প্রধান উপদেষ্টা। এছাড়া নির্বাচন ইতিহাসের সেরা হবে বলে আগেও বলেছিলেন অধ্যাপক ইউনূস।

বৃহস্পতিবার এএনএফআরইএলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও একই কথার পুনরাবৃত্তি করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার এক মাইলফলক হবে।”

এনএফআরইএলের প্রতিনিধিদলে ছিলেন-সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, প্রচার ও অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

এনএফআরইএল এশিয়ার নির্বাচনী গণতন্ত্রের উন্নয়নে নিবেদিত একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক। দুই দশকেরও বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততার জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে।

বৈঠকে বাংলাদেশে নিজেদের চলমান উদ্যোগ তুলে ধরে এনএফআরইএল। বিশেষ করে একটি স্বাধীন, নাগরিক-নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পুনর্গঠনে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। এছাড়াও প্রতিনিধিদলটি অংশীজন চিহ্নিতকরণ ও প্রয়োজনীয়তা মূল্যায়নের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করে, যার লক্ষ্য হচ্ছে সিভিল সোসাইটির সম্পৃক্ততা জোরদার করা ও নির্বাচনী স্বচ্ছতা উন্নয়নের সুযোগ চিহ্নিত করা।

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেওয়ার সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এনএফআরইএল প্রধান। তিনি বাংলাদেশের অংশীজনদের সঙ্গে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

ট্যাগস

দেশের ইতিহাসে সেরা ’নির্বাচন’ আয়োজন করবে অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আবারও পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের (এএনএফআরইএল) সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “বাংলাদেশে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এএনএফআরইএল’র প্রতিনিধিদলের সাক্ষাৎ হয়।

বিএনপিসহ বেশ কিছু দল যতটুকু সম্ভব সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে জামায়াতসহ কিছু দল নির্বাচনের আগে সংস্কার করার পক্ষে মত দেয়।

এমন অবস্থায় বিভিন্ন সময় দেওয়া বক্তব্যে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের দুটি সম্ভাব্য সময়ের কথা জানান প্রধান উপদেষ্টা। এছাড়া নির্বাচন ইতিহাসের সেরা হবে বলে আগেও বলেছিলেন অধ্যাপক ইউনূস।

বৃহস্পতিবার এএনএফআরইএলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকেও একই কথার পুনরাবৃত্তি করে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে এই নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সেরা এবং দেশের গণতান্ত্রিক যাত্রার এক মাইলফলক হবে।”

এনএফআরইএলের প্রতিনিধিদলে ছিলেন-সংস্থাটির নির্বাহী পরিচালক ব্রিজা রোসালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, প্রচার ও অ্যাডভোকেসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ারাথনা, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমেই।

এনএফআরইএল এশিয়ার নির্বাচনী গণতন্ত্রের উন্নয়নে নিবেদিত একটি আঞ্চলিক সিভিল সোসাইটি নেটওয়ার্ক। দুই দশকেরও বেশি সময় ধরে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার ও নাগরিক সম্পৃক্ততার জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে।

বৈঠকে বাংলাদেশে নিজেদের চলমান উদ্যোগ তুলে ধরে এনএফআরইএল। বিশেষ করে একটি স্বাধীন, নাগরিক-নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পুনর্গঠনে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে। এছাড়াও প্রতিনিধিদলটি অংশীজন চিহ্নিতকরণ ও প্রয়োজনীয়তা মূল্যায়নের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করে, যার লক্ষ্য হচ্ছে সিভিল সোসাইটির সম্পৃক্ততা জোরদার করা ও নির্বাচনী স্বচ্ছতা উন্নয়নের সুযোগ চিহ্নিত করা।

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নেওয়ার সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এনএফআরইএল প্রধান। তিনি বাংলাদেশের অংশীজনদের সঙ্গে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।