সিলেটের বিভিন্ন সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা সোয়া কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনায় বিজিবি। এর আগে শুক্রবার (১১ এপ্রিল) দিনগত রাতে বিভিন্ন বিওপির টহল দল এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, লবিয়া, নোয়াকোট, কালাইরাগ, বিছনাকান্দি, সোনারহাট, পান্থুমাই, প্রতাপপুর, উৎমা, শ্রীপুর ও সংগ্রাম বিওপিতে অভিযান চালায়।
এ সময় ভারতীয় গরু, বিপুল পরিমাণ সানগ্লাস, চিনি, চকলেট, হেয়ার ওয়েল, আইবল ক্যান্ডি, জুস, সাবান, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এছাড়াও চোরাচালান মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ ৫ হাজার ৯শ টাকা।
সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ঊর্ধ্বতন সদর দফতরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিব‘র কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।