তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে গত বুধবার গালাতাসারাইয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ফেনারবাচে। ম্যাচের পর মেজাজ হারান ফেনারবাচে কোচ জোসে মরিনিও। ম্যাচ শেষে তেড়ে গিয়ে গালাতাসারাই কোচ ওকান বুরুকের নাক দুই আঙুল দিয়ে টিপে দেন মরিনিও। আঘাত পেয়ে বুরুক সঙ্গে সঙ্গে হাত দিয়ে নাক ঢেকে মাটিতে লুটিয়ে পড়েন।
এমন কান্ডের পর তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে জোসে মরিনিওকে। পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে তাকে। ৬২ বছর বয়সী এই কোচকে জরিমানা গুনতে হবে ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)।
তুরস্ক ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘জোসে মরিনিও পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও ডাগ আউটে থাকতে পারবেন না।
বুধবার রাতে ম্যাচ শেষে মরিনিওর বিরুদ্ধে বুরুককে শারীরিকভাবে আক্রমণের অভিযোগ এনেছিল গালাতাসারাই। ফেনেরবাচেও পাল্টা অভিযোগ আনে। ক্লাবটি দাবি করে, মরিনিও বুরুকের নাক টিপে দেওয়ার পর তিনি এমনভাবে অভিনয় করেছেন, যেন কেউ তাঁকে গুলি করেছেন। মরিনিওকে উত্তেজিত করতে বুরুক হাত দিয়ে অশোভন ইঙ্গিত করেন বলেও দাবি ফেনেরবাচ কর্তৃপক্ষের।
বুরুকের প্ররোচিত করার ব্যাপারটিও বিবেচনা করেছেন তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড। এজন্য মরিনিয়োর শাস্তি তুলনামূলক কম হয়েছে বলে উল্লেখ করা হয়।
গালাতাসারাইয়ের এক খেলোয়াড়কে অপমান করার দায়ে মরিনিওর সহকারী সালভাতোর ফোতিকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।