নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, সমন্বয়কদের গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
রোববার দিবাগত রাতে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ ঘটনার তথ্য জানান। হামলাকারীরা তাদের ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ।
এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোরশেদ টিবিএসকে বলেন, ‘রাত ২টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে জানা যাবে এটি আসলে হামলা নাকি ছিনতাই। গাড়িতে যারা ছিলেন তারা জানিয়েছেন, তাদের মোবাইল ও ব্যাগ নিয়ে গেছে।’নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, ‘রাতে মোগরাপাড়া পার হয়ে পিরোজপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জেনেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’