শ্রীলঙ্কায় ২৩০ জনেরও বেশি চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ আন্তর্জাতিক ব্যাংকগুলোকে লক্ষ্য করে চালানো অনলাইন প্রতারণার অভিযোগে অভিযান পরিচালনা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
বেইজিং থেকে পাঠানো নিরাপত্তা কর্মকর্তাদের সহায়তায় এই অভিযান চালানো হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হেরাথ বলেন, এক সপ্তাহ ধরে পরিচালিত পুলিশের অভিযানে ২৫০টি কম্পিউটার ও ৫০০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।এগুলো প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। ঠিক কত পরিমাণ অর্থ চুরি হয়েছে, তা নির্ধারণের জন্য তদন্ত এখনো চলছে। এ ছাড়া অভিযুক্ত দলগুলোর ব্যাপারে হেরাথ বলেন, ‘তারা মূলত বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করেছে।’
অন্যদিকে কলম্বোতে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, তারা নিরাপত্তা কর্মকর্তাদের একটি ‘ওয়ার্কিং গ্রুপ’ পাঠিয়েছে, যারা শ্রীলঙ্কান পুলিশের সঙ্গে মিলে ‘বিশেষ অভিযান’ পরিচালনা করেছে।অসংখ্য সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের প্রত্যাবাসনসহ অন্যান্য কার্যক্রম চলছে।সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয় শনিবার। পুলিশ সেদিন ১২৬ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করে।সেই সঙ্গে ভিয়েতনামের দুজন এবং থাইল্যান্ড ও ফিলিপাইনের একজন করে নাগরিককেও আটক করা হয়।