ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

কারাগারে নেতা–কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে: নুরুল হক

কারাগারে বন্দি থাকা বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মিদের কারাগারে মানবতর জীবনযাপন করতে হচ্ছে । বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক । আজ সোমবার রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন  ।         

সরকারের পতনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নবম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে এই কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। সমাবেশের আগে রাজধানীর পুরানা পল্টন, নাইটিংগেল মোড়, নয়াপল্টন ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।

সমাবেশে নুরুল হক অভিযোগ করেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারের ‘কনডেম সেলে’ রাখা হয়েছে। তাঁর মতো বিরোধী দলের সাবেক এমপি, মন্ত্রী, জ্যেষ্ঠ অনেক নেতাকে কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা লকআপে রেখে তাঁদেরকে মানসিক কষ্ট দিচ্ছে, যেন তাঁরা বের হয়ে রাজনীতি না করেন। নুরুল হক বলেন, ‘এটা স্পষ্টতই মানবাধিকারের চরম লঙ্ঘন। স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি বন্দীকে কারাগারে আটকে রাখা হয়েছে।’

সরকারবিরোধী আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান নুরুল হক। তিনি বলেন, ভয়ের আর কী আছে? হামলা-মামলা, জেলজুলুম কোনোটার বাকি আছে? আর ভয় পেলে চলবে না। যেখানে যেভাবে প্রতিরোধ করা দরকার, প্রয়োজনে সেভাবেই করতে হবে।

২৮ অক্টোবরের পর রাজশাহী-নাটোর অঞ্চলে ১৮টি গুপ্ত হামলা এবং চারটি হত্যার ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের হত্যা করা হয়েছে। এভাবে হত্যাযজ্ঞ চালানো হলে আওয়ামী লীগের নেতা, এমপি ও মন্ত্রীরা নিরাপদ থাকবেন না বলেও হুঁশিয়ার করেন নুরুল হক। এখন নির্বাচনী আসনের ভাগ–বাঁটোয়ারা চলছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, জাতীয় পার্টির সঙ্গেও আওয়ামী লীগের আসন ভাগাভাগি হয়ে গেছে। তারা আবারও আওয়ামী লীগকে বৈধতা দিতে নির্বাচনে যাচ্ছে।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতিমা তাসনিম, আবদুজ জাহের, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রবিউল হাসান, জিলু খান, আনিসুর রহমান, নারীবিষয়ক সহসম্পাদক মীর দিলরুবা সুলতানা প্রমুখ।

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

কারাগারে নেতা–কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ হচ্ছে: নুরুল হক

আপডেট সময় ১০:২৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

কারাগারে বন্দি থাকা বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মিদের কারাগারে মানবতর জীবনযাপন করতে হচ্ছে । বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক । আজ সোমবার রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন  ।         

সরকারের পতনের দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নবম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে এই কর্মসূচি পালন করে গণ অধিকার পরিষদ। সমাবেশের আগে রাজধানীর পুরানা পল্টন, নাইটিংগেল মোড়, নয়াপল্টন ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।

সমাবেশে নুরুল হক অভিযোগ করেন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারের ‘কনডেম সেলে’ রাখা হয়েছে। তাঁর মতো বিরোধী দলের সাবেক এমপি, মন্ত্রী, জ্যেষ্ঠ অনেক নেতাকে কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা লকআপে রেখে তাঁদেরকে মানসিক কষ্ট দিচ্ছে, যেন তাঁরা বের হয়ে রাজনীতি না করেন। নুরুল হক বলেন, ‘এটা স্পষ্টতই মানবাধিকারের চরম লঙ্ঘন। স্বাভাবিক ধারণক্ষমতার চেয়ে তিন গুণ বেশি বন্দীকে কারাগারে আটকে রাখা হয়েছে।’

সরকারবিরোধী আন্দোলনে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান নুরুল হক। তিনি বলেন, ভয়ের আর কী আছে? হামলা-মামলা, জেলজুলুম কোনোটার বাকি আছে? আর ভয় পেলে চলবে না। যেখানে যেভাবে প্রতিরোধ করা দরকার, প্রয়োজনে সেভাবেই করতে হবে।

২৮ অক্টোবরের পর রাজশাহী-নাটোর অঞ্চলে ১৮টি গুপ্ত হামলা এবং চারটি হত্যার ঘটনা ঘটেছে। বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের হত্যা করা হয়েছে। এভাবে হত্যাযজ্ঞ চালানো হলে আওয়ামী লীগের নেতা, এমপি ও মন্ত্রীরা নিরাপদ থাকবেন না বলেও হুঁশিয়ার করেন নুরুল হক। এখন নির্বাচনী আসনের ভাগ–বাঁটোয়ারা চলছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, জাতীয় পার্টির সঙ্গেও আওয়ামী লীগের আসন ভাগাভাগি হয়ে গেছে। তারা আবারও আওয়ামী লীগকে বৈধতা দিতে নির্বাচনে যাচ্ছে।

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ সমাবেশ সঞ্চালনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতিমা তাসনিম, আবদুজ জাহের, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রবিউল হাসান, জিলু খান, আনিসুর রহমান, নারীবিষয়ক সহসম্পাদক মীর দিলরুবা সুলতানা প্রমুখ।