গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান অভিযোগ করে বলেছেন, সংগঠনের সভাপতি নুরুল হক নুরকে জিম্মি করে রাখা হয়েছিল। তাকে গ্রেপ্তারের ভয় দেখানো হয়েছে। এজন্য তিনি গত দুটি প্রোগ্রামে উপস্থিত হতে পারেননি।
গতকাল বাংলাদেশ যুব অধিকার পরিষদের আয়োজনে গণতন্ত্র, ন্যায়বিচার, মত প্রকাশ ও ভোটাধিকার হরণের প্রতিবাদে ‘শিকল ভাঙার গান’ ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নুরুল হক নুরসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাশেদ বলেন, আপনারা সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন। অনেকেই প্রশ্ন করেছেন সভাপতি নুর কেন গত দুটি প্রোগ্রামে আসেননি। কেন আসেননি আপনারা বুঝেন না। তাকে জিম্মি করে রাখা হয়েছিল। তাকে ভয় দেখানো হচ্ছে গ্রেপ্তার করা হবে।
হয় নির্বাচনে যাও অথবা গ্রেপ্তার করা হবে। কিন্তু তিনি কি মাথা নত করেছেন? অনেকেই গুজব ছড়িয়েছিল আমরা শেষের দিন নমিনেশন সাবমিশন করবো। আমরা করেছি? এই শেখ হাসিনার ভয়ের কাছে আমরা মাথা নত করবো না। প্রয়োজনে আমরা জীবন দিবো, রক্ত দিবো। রক্তে রাজপথ রঞ্জিত হবে। তবুও শেখ হাসিনার ওই ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দিবো না। আমরা জনগণের সঙ্গে কমিটমেন্টের রাজনীতি করি। আমরা সুবিধাভোগের রাজনীতি করি না।