ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পা ভাঙল শিল্পার

বিনোদন ডেক্সঃ  শুটিংয়ে পা ভেঙেছে শিল্পা শেঠির। ফেসবুকে ছবি পোস্ট করে গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন শিল্পা নিজেই। ছবিতে দেখা গেছে, শিল্পার পায়ে প্লাস্টার করা। কিন্তু মুখে হাসি।

শিল্পা ফেসবুকে লিখেছেন, তারা বললো ‌‘রোল, ক্যামেরা, অ্যাকশন। পা ভেঙে ফেলো’! আমি আক্ষরিক অর্থে সেটা পালন করেছি। ছয় সপ্তাহ অ্যাকশনে অংশ নিতে পারবো না। তবে দ্রুতই আরও শক্তিশালী ও আরও ভালোভাবে ফিরবো। সেই পর্যন্ত সবাই প্রার্থনা করবেন। প্রার্থনায় সবসময় কাজ হয়।

পা ভাঙার আগের দিন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র বিহাইন্ড দ্য সিনের ভিডিও শেয়ার করেছিলেন শিল্পা। রোহিত শেঠি পরিচালিত এ সিরিজে শিল্পাসহ আরও অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় ও ইশা তালওয়ার।

ট্যাগস

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পা ভাঙল শিল্পার

আপডেট সময় ০১:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২

বিনোদন ডেক্সঃ  শুটিংয়ে পা ভেঙেছে শিল্পা শেঠির। ফেসবুকে ছবি পোস্ট করে গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন শিল্পা নিজেই। ছবিতে দেখা গেছে, শিল্পার পায়ে প্লাস্টার করা। কিন্তু মুখে হাসি।

শিল্পা ফেসবুকে লিখেছেন, তারা বললো ‌‘রোল, ক্যামেরা, অ্যাকশন। পা ভেঙে ফেলো’! আমি আক্ষরিক অর্থে সেটা পালন করেছি। ছয় সপ্তাহ অ্যাকশনে অংশ নিতে পারবো না। তবে দ্রুতই আরও শক্তিশালী ও আরও ভালোভাবে ফিরবো। সেই পর্যন্ত সবাই প্রার্থনা করবেন। প্রার্থনায় সবসময় কাজ হয়।

পা ভাঙার আগের দিন ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র বিহাইন্ড দ্য সিনের ভিডিও শেয়ার করেছিলেন শিল্পা। রোহিত শেঠি পরিচালিত এ সিরিজে শিল্পাসহ আরও অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় ও ইশা তালওয়ার।