ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাটি খুঁড়তেই মিলল ব্রিটিশ আমলের ৯৮ পিস রৌপ্য মুদ্রা

নারায়নগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে শত বছরের পুরোনো ৯৮ পিস ভারতীয় রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। এগুলো ১৯০৬ থেকে ১৯১৩ সালের বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুন) সকালে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে।

গন্ধর্বপুর এলাকার বাসিন্দা তালাত মাহমুদ নয়ন জানান, গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে আজাদ মিয়া তার উঠানে নতুন পাকা বাড়ি নির্মাণ করছেন। সোমবার সকালে শ্রমিকরা সেখানে মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে মাত্র ১ ফুট গভীরে কোদালের কোপে একটি পুরাতন মাটির পাত্র ফেটে যায়।

পরে স্থানীয় শ্রমিক ওয়াজিবসহ আরও তিনজন ওই মাটির পাত্র ভেঙে পুরাতন মুদ্রা দেখতে পান। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল করিম মিয়া বলেন, এগুলো রৌপ্য মুদ্রা বলে ধারণা করা হচ্ছে। এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

মাটি খুঁড়তেই মিলল ব্রিটিশ আমলের ৯৮ পিস রৌপ্য মুদ্রা

আপডেট সময় ০৫:২০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

নারায়নগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাকা বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে শত বছরের পুরোনো ৯৮ পিস ভারতীয় রৌপ্য মুদ্রা পাওয়া গেছে। এগুলো ১৯০৬ থেকে ১৯১৩ সালের বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুন) সকালে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে পুলিশ মুদ্রাগুলো উদ্ধার করে।

গন্ধর্বপুর এলাকার বাসিন্দা তালাত মাহমুদ নয়ন জানান, গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে আজাদ মিয়া তার উঠানে নতুন পাকা বাড়ি নির্মাণ করছেন। সোমবার সকালে শ্রমিকরা সেখানে মাটি কাটার কাজ করছিলেন। এক পর্যায়ে মাত্র ১ ফুট গভীরে কোদালের কোপে একটি পুরাতন মাটির পাত্র ফেটে যায়।

পরে স্থানীয় শ্রমিক ওয়াজিবসহ আরও তিনজন ওই মাটির পাত্র ভেঙে পুরাতন মুদ্রা দেখতে পান। পরে বাড়ির মালিক ও এলাকাবাসী রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল করিম মিয়া বলেন, এগুলো রৌপ্য মুদ্রা বলে ধারণা করা হচ্ছে। এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।