চট্টগ্রামের রাউজান উপজেলায় গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া রাউজান ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনাভোটে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ১৪ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন।
শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা শপথ বাক্য পাঠ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান-চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান নির্বাচিত চেয়ারম্যানগণকে প্রত্যেক ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। শপথ বাক্য পাঠ করা শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চেয়ারম্যানগণ শপথ শেষে সম্মেলন কক্ষ থেকে বের হয়ে তারা বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নেবেন। সাথে সাথে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির দিক নির্দেশনায় মাদক মুক্ত এলাকা গড়তে ভূমিকা রাখবেন।
শপথ নেয়া রাউজানের নব নির্বাচিত ১৪ ইউপি চেয়ারম্যানরা হলেন-১নং হলদিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, ২নং ডাবুয়া ইউনিয়নে আব্দুর রহমান চৌধুরী লালু, ৩নং চিকদাইর ইউনিয়নে প্রিয়তোষ চৌধুরী, ৪নং গহিরা ইউনিয়নে নুরুল আবছার বাঁশি, ৬নং বিনাজুরী ইউনিয়নে রবিন্দ্র লাল চৌধুরী, ৭নং রাউজান সদর ইউনিয়নে বিএম জসিম উদ্দিন হিরু, ৮নং কদলপুর ইউনিয়নে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ৯নং পাহাড়তলি ইউনিয়নে রোকন উদ্দিন,১০নং পূর্বগুজরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ,১১নং পশ্চিম গুজরা ইউনিয়নে লায়ন সাহাবুদ্দিন আরিফ,১২নং উরকিরচর ইউনিয়নে সৈয়দ আব্দুল জব্বার সোহেল, ১৩নং নোয়াপাড়া ইউনিয়নে মো. বাবুল মিয়া, ১৪নং বাগোয়ান ইউনিয়নে ভূপেষ বড়ুয়া, ১৫নং নোয়াজিষপুর ইউনিয়নে সরোয়ার্দী সিকদার।