নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
“ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে হাতিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়েছে।”
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বুড়ির চর ইউনিয়নের কালির চরের ইব্রাহিম মার্কেট এলাকায় নৌকা ও আনারসের প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
তাদের মধ্যে ইব্রাহিমের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে জেলা সদরে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংর্ষের সময় ইব্রাহিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকালের ঘটনার জের ধরে সন্ধ্যায় সাগরিয়া বাজারে দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়।
সংঘাতের বিষয়ে দুই প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোল এবং ফখরুল ইসলামের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি। ইউনিয়নে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছে।
সোমবার সারা দেশে আরও ১৬০ ইউনিয়ন পরিষদের সঙ্গে হাতিয়ার বুড়ির চরেও ভোট হওয়ার কথা রয়েছে।