আন্তর্জাতিক ডেক্স : উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল- এমন একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
বুধবার স্থানীয় সময় রাত ন’টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘণ্টাখানের মধ্যে শহরের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের ঘটনাকে তিনি ‘ভয়াবহ একটি দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন। তবে এ সম্পর্কে আর কোন বিস্তারিত তথ্য দেননি।হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল, সেটিও পরিষ্কার নয়। করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়।
উত্তর মেসেডোনিয়ার জনসংখ্যা ২০ লাখের মতো। এর মধ্যে এক লাখ আশি হাজার করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে।
সূত্র : বিবিসি