ঢাকা ০৭:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তালেবানের হাতে নারী সমাজকর্মী আক্রান্ত

আন্তর্জাতিক ডেক্স : মাথা ফেটে গেছে। রক্ত ঝরছে গাল বেয়ে। তালেবানের নৃশংস অত্যাচারের শিকার একজন আফগান নারী সমাজকর্মীর ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

রাজনৈতিক অধিকারের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। সেই সময়ে তালেবানের আক্রমণে গুরুতর জখম হন নার্গিস সাদ্দাত নামে ওই সমাজকর্মী।

গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সেনা আফগানিস্তানের মাটি ছাড়ার পর এখনো নতুন সরকার ঘোষণা করতে পারেনি তালেবান নেতৃত্ব। নতুন তালিবানি সরকারে যেন নারীদেরও প্রতিনিধিত্ব থাকে, মূলত তার দাবিতেই শনিবার কাবুলের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন নারী অধিকারকর্মীরা।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই দিন মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকেই যাচ্ছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ প্রতিহত করতে মিছিলে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সোশ্যাল মিডিয়ায় ওই বিক্ষোভ কর্মসূচির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন সমাজকর্মীরা। সেটাও বন্ধ করে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার একই দাবিতে হেরাটে বিক্ষোভ করেছিলেন সেখানকার কয়েকজন নারী। তার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আফগান নারীদের বিক্ষোভ দমাতে তাঁদের উপর গুলিও চালিয়েছিল তালেবান। সাংবাদিকদেরও বাধ্য করা হয়েছিল ওই এলাকা ছাড়তে।

সূত্র: এনডিটিভি।

ট্যাগস

তালেবানের হাতে নারী সমাজকর্মী আক্রান্ত

আপডেট সময় ০২:২২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেক্স : মাথা ফেটে গেছে। রক্ত ঝরছে গাল বেয়ে। তালেবানের নৃশংস অত্যাচারের শিকার একজন আফগান নারী সমাজকর্মীর ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

রাজনৈতিক অধিকারের দাবিতে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন তিনি। সেই সময়ে তালেবানের আক্রমণে গুরুতর জখম হন নার্গিস সাদ্দাত নামে ওই সমাজকর্মী।

গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সেনা আফগানিস্তানের মাটি ছাড়ার পর এখনো নতুন সরকার ঘোষণা করতে পারেনি তালেবান নেতৃত্ব। নতুন তালিবানি সরকারে যেন নারীদেরও প্রতিনিধিত্ব থাকে, মূলত তার দাবিতেই শনিবার কাবুলের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছিলেন নারী অধিকারকর্মীরা।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই দিন মিছিল করে প্রেসিডেন্ট ভবনের দিকেই যাচ্ছিলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ প্রতিহত করতে মিছিলে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। সোশ্যাল মিডিয়ায় ওই বিক্ষোভ কর্মসূচির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন সমাজকর্মীরা। সেটাও বন্ধ করে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার একই দাবিতে হেরাটে বিক্ষোভ করেছিলেন সেখানকার কয়েকজন নারী। তার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, আফগান নারীদের বিক্ষোভ দমাতে তাঁদের উপর গুলিও চালিয়েছিল তালেবান। সাংবাদিকদেরও বাধ্য করা হয়েছিল ওই এলাকা ছাড়তে।

সূত্র: এনডিটিভি।