ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় ভাতিজার হাসুয়ার কোপে প্রান গেলো চাচার Logo জন্মদিনে নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত বিএনপি নেত্রী সামিনা পারভিন Logo পত্নীতলায় নেচে গেয়ে সারহুল পার্বণ উদযাপন Logo রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন করে গেজেট প্রকাশ Logo গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: প্রধান নির্বাচন কমিশনার Logo জনগণকে সেবাদানে ঢাকার প্রতিটি থানা হবে রোল মডেল: ডিআইজি রেজাউল করিম Logo যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ Logo চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার Logo ১০০ কোটির ঘরে ‘রেইড ২’ Logo ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

পিরোজপুরে ৩৬ হাজার ডোজ করোনা টিকা এসেছে

পিরোজপুর প্রতিনিধি: প্রথম ধাপে পিরোজপুর জেলার জন্য বরাদ্দকৃত ৩৬ হাজার ডোজ টিকা পিরোজপুরে পৌঁছেছে। রবিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে সিভিল সার্জনের কার্যালয়ে টিকা বহনের জন্য ব্যবহৃত একটি বিশেষ গাড়িতে করে এই টিকা আসে।

পরে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ যাকি প্রয়োজনীয় পরীক্ষা শেষে টিকা গ্রহন করেন। এসময়, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহ নেওয়াজ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ ফেব্রুয়ারি থেকে নিবন্ধনভুক্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন । সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ যাকি বলেন, প্রথম ধাপে পিরোজপুরের জন্য বরাদ্দকৃত ৩৬ হাজার ডোজ টিকা আমরা বুঝে পেয়েছি। টিকা গুলো যে তাপমাত্রায় (২ থেকে ৮ডিগ্রি) থাকার কথা ছিল সেই তাপমাত্রায় রয়েছে।

ভ্যাকসিনগুলোর গুনগতমান ভাল। আমরা পূর্ব থেকে নিবন্ধনভুক্ত ব্যক্তিদেরকে ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান শুরু করব। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিবন্ধনভুক্ত ব্যক্তিদের মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে ভ্যাকসিন দেওয়ার তারিখ, সময় ও স্থান নির্দিষ্ট করে দেওয়া থাকবে।

এসএমএস নিয়ে আসলে আমাদের টিকাদান কর্মীরা তার টিকাদান সম্পূর্ণ করবে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথমধাপে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিস্কাশনকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের করোনা টিকা প্রদান করা হবে।

আমরা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। টিকা প্রদানের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল ও ৭ উপজেলায় ১টি করে মোট ৮টি টিম প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি টিমে টিকাদানে অভিজ্ঞ ২জন স্বাস্থ্য কর্মী ও চার জন স্বেচ্ছাসেবক রয়েছে।সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথমধাপের টিকাগুলো হাসপাতালে দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ যাকি।

ট্যাগস

নওগাঁয় ভাতিজার হাসুয়ার কোপে প্রান গেলো চাচার

পিরোজপুরে ৩৬ হাজার ডোজ করোনা টিকা এসেছে

আপডেট সময় ০৮:৫৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১

পিরোজপুর প্রতিনিধি: প্রথম ধাপে পিরোজপুর জেলার জন্য বরাদ্দকৃত ৩৬ হাজার ডোজ টিকা পিরোজপুরে পৌঁছেছে। রবিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে সিভিল সার্জনের কার্যালয়ে টিকা বহনের জন্য ব্যবহৃত একটি বিশেষ গাড়িতে করে এই টিকা আসে।

পরে পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ যাকি প্রয়োজনীয় পরীক্ষা শেষে টিকা গ্রহন করেন। এসময়, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) কাজী শাহ নেওয়াজ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৭ ফেব্রুয়ারি থেকে নিবন্ধনভুক্ত ব্যক্তিদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন । সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ যাকি বলেন, প্রথম ধাপে পিরোজপুরের জন্য বরাদ্দকৃত ৩৬ হাজার ডোজ টিকা আমরা বুঝে পেয়েছি। টিকা গুলো যে তাপমাত্রায় (২ থেকে ৮ডিগ্রি) থাকার কথা ছিল সেই তাপমাত্রায় রয়েছে।

ভ্যাকসিনগুলোর গুনগতমান ভাল। আমরা পূর্ব থেকে নিবন্ধনভুক্ত ব্যক্তিদেরকে ৭ ফেব্রুয়ারি থেকে টিকা প্রদান শুরু করব। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিবন্ধনভুক্ত ব্যক্তিদের মুঠোফোনে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে ভ্যাকসিন দেওয়ার তারিখ, সময় ও স্থান নির্দিষ্ট করে দেওয়া থাকবে।

এসএমএস নিয়ে আসলে আমাদের টিকাদান কর্মীরা তার টিকাদান সম্পূর্ণ করবে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথমধাপে সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিস্কাশনকর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের করোনা টিকা প্রদান করা হবে।

আমরা ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকা তৈরি করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। টিকা প্রদানের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল ও ৭ উপজেলায় ১টি করে মোট ৮টি টিম প্রস্তুত করা হয়েছে।

প্রতিটি টিমে টিকাদানে অভিজ্ঞ ২জন স্বাস্থ্য কর্মী ও চার জন স্বেচ্ছাসেবক রয়েছে।সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথমধাপের টিকাগুলো হাসপাতালে দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার হাসনাত ইউসুফ যাকি।