এইচএম শাহারীয়ার, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান উপস্থিত থেকে মনোনয়নপত্র বাছাই করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার ও সহকারি রিটানিং কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহিদ। অন্যান্যের মধ্যে সকল প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন। প্রার্থীর বয়স না হওয়ায় রিটানিং কর্মকর্তা ১জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন।
উল্লেখ্য আগামী ১৬ জানুয়ারী নজিপুর পৌরসভার নির্বাচন। এই নির্বাচনে মেয়র পদে ২জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭জন মনোনয়ন পত্র জমা দিলেও রিটানিং কর্মকর্তা প্রার্থীর বয়স ২৫বছর পূর্ণ না হওয়ায় ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কোরবান আলীর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
নজিপুর পৌর নির্বাচনে ৩০ ডিসেম্বর প্রার্থীদের প্রতিক বরাদ্দ করা হবে এবং নির্ধারিত দিনে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।