বাংলাদেশে মাস্ক না পরলে জেল-জরিমানা দুটিই হতে পারে। ইতিমধ্যেই জেলা ও উপজেলা প্রশাসনকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার খুলনায় মাস্ক না পরায় ৫০ জনকে আটক করা হয়েছে। আটজনকে সাড়ে ছয় হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকায় সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। মাস্ক ছাড়া কোনো সেবা পাওয়া যাবে না, গেটে গেটে এটা টানিয়ে দেয়া হয়েছে। কেউ প্রবেশ করতে গেলেই নিরাপত্তা কর্মীরা আগে মাস্ক আছে কিনা তা দেখে নিচ্ছে। ধর্মীয় উপাসনালয়ে আগেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। শীতে করোনার দাপট বাড়বে এই আশঙ্কা থেকেই সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বারবার সতর্ক করেছেন।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৩ জন। মাঝখানে কয়েকদিন মৃত্যু ও সংক্রমণের হার কম ছিল। এটা অবশ্য মার্চ মাস থেকে এভাবেই ওঠানামা করছে। একদিন বাড়ে, পরের তিনদিন অস্বাভাবিকভাবে কমে।
ওদিকে আট মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সব জেলায় পরীক্ষাগার স্থাপন করা যায়নি। মাত্র ২৭টি জেলায় এখন পরীক্ষা হচ্ছে। ফলে ঢাকার বাইরের পরিস্থিতি অজানাই থেকে যাচ্ছে। একই অবস্থা এন্টিবডি টেস্টের ক্ষেত্রেও। গত ২৪শে জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এন্টিবডি টেস্ট শুরু করার কথা বলেছিলেন। পাঁচ মাসেও এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান ১৪ই নভেম্বরের পরে খুলবে কিনা এখনও স্পষ্ট নয়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী দু- একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত জানা যাবে। গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। এর মধ্যেই একদিনে ছয় জন এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী