জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্মৃতি বেগম (৩৭) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে মৃত নারীর স্বামী আক্তার হোসেন হুয়াকে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে পুলিশ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা স্বামীর বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ররাত দিয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আব্দুর রহিম জানান, পারিবারিক কলহের জের ধরে প্রতিনিয়তই গৃহবধূ স্মৃতিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী আক্তার হোসেন।
মঙ্গলবার রাতেও স্ত্রীকে মারধর করেন স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে ভোরে তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে নির্যাতনের মাধ্যমে স্ত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করার জন্য স্বামীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।