ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়াতে ঘাতক দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারালো ১ নারী

সেলিমা খাতুন,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সেলিমা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০৩) দিনগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন সেলিমার স্বামী কিতাব আলী (৬০)। নিহত সেলিনা খাতুনের বড় মেয়ে রহিমা জানান, গভীর রাতে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের ঘরের দরজায় এসে ডাক দেন।

এতো রাতে কে এসেছেন, সেটা দেখতে দরজা খুললে তারা তার বাবা কিতাব আলীর গলায় চেপে ধরেন। এসময় তার মা সেলিমা চিৎকার দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করেন।

এতে তিনি মাঠিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ রোববার সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

ব্রাহ্মণবাড়িয়াতে ঘাতক দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারালো ১ নারী

আপডেট সময় ০৪:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুর্বৃত্তদের হামলায় সেলিমা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০৩) দিনগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন সেলিমার স্বামী কিতাব আলী (৬০)। নিহত সেলিনা খাতুনের বড় মেয়ে রহিমা জানান, গভীর রাতে এক ব্যক্তি দলবল নিয়ে তাদের ঘরের দরজায় এসে ডাক দেন।

এতো রাতে কে এসেছেন, সেটা দেখতে দরজা খুললে তারা তার বাবা কিতাব আলীর গলায় চেপে ধরেন। এসময় তার মা সেলিমা চিৎকার দিলে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করেন।

এতে তিনি মাঠিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ রোববার সকালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।