ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায় Logo প্রধান উপদেষ্টা দেশে ফিরলেন Logo গুলি ও ভারতীয় শাড়িসহ ডিবি পুলিশের ২ কনস্টেবল গ্রেফতার Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি ঘোষণা Logo আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল, চিনতে পারলেন নাহিদ ও আসিফ Logo চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগারদের অফিসিয়াল ফটোসেশন Logo দেশ ক্ষমতা ধরে রাখতেই জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ড: জাতিসংঘ Logo গণমাধ্যম ও ভুক্তভোগী দের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা Logo হত্যা মামলায় নওগাঁর ৫ চেয়ারম্যান সহ ৯ আওয়ামীলীগ নেতা কারাগারে Logo নওগাঁর পত্নীতলায় শেষ সময়ে বোরো চাষে ব্যস্ত চাষিরা

মানিকগঞ্জে সংবাদকর্মীদের ওপর হামলা, আটক ১

পয়লা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রেজা মণ্ডল

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মো. জাফরকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন-দ্য ডেইলি স্টার পত্রিকার জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশনের প্রতিনিধি আকরাম হোসেন এবং সময় টিভির প্রতিনিধি মো. ইউসুফ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মো. জাফরের বিরুদ্ধে মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ নানা অভিযোগ থাকায় তাকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। এসময় সংবাদ সংগহে ঘটনাস্থলে যায় স্থানীয় সংবাদকর্মীরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচির ছবি সংগ্রহকালে সংবাদকর্মীদের ওপর হামলা করে এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই দপ্তরির স্বজন পয়লা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রেজা মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মণ্ডল এবং তাদের সহযোগীরা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম  বলেন, সংবাদকর্মীদের ওপর হামলার খবর পেয়ে আমি অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং তাদের উদ্ধার করি।

এ ঘটনায় হামলার শিকার দ্যা ডেইলি স্টার ও আরটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা থাকায়, আব্দুল কুদ্দুস মণ্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। রেজা মণ্ডলসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, ঘিওর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, শিবালয় উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংবাদ কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

ট্যাগস

পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর সমন্বিত হামলা চালায়

মানিকগঞ্জে সংবাদকর্মীদের ওপর হামলা, আটক ১

আপডেট সময় ০৭:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মো. জাফরকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকরা হলেন-দ্য ডেইলি স্টার পত্রিকার জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশনের প্রতিনিধি আকরাম হোসেন এবং সময় টিভির প্রতিনিধি মো. ইউসুফ আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী মো. জাফরের বিরুদ্ধে মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ নানা অভিযোগ থাকায় তাকে বরখাস্তের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। এসময় সংবাদ সংগহে ঘটনাস্থলে যায় স্থানীয় সংবাদকর্মীরা।

মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচির ছবি সংগ্রহকালে সংবাদকর্মীদের ওপর হামলা করে এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই দপ্তরির স্বজন পয়লা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রেজা মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মণ্ডল এবং তাদের সহযোগীরা।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম  বলেন, সংবাদকর্মীদের ওপর হামলার খবর পেয়ে আমি অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই এবং তাদের উদ্ধার করি।

এ ঘটনায় হামলার শিকার দ্যা ডেইলি স্টার ও আরটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা থাকায়, আব্দুল কুদ্দুস মণ্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। রেজা মণ্ডলসহ অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মানিকগঞ্জ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, ঘিওর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, শিবালয় উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতি, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংবাদ কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।