ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে খিলক্ষেত বনরুপা রেলগেট সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার মাথা থেতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল প্যান্ট ও খয়েরি রঙের হাফহাতা গেঞ্জি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

 

ট্যাগস

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

আপডেট সময় ০২:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৫ বছর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এ বিষয়ে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে খিলক্ষেত বনরুপা রেলগেট সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার মাথা থেতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল প্যান্ট ও খয়েরি রঙের হাফহাতা গেঞ্জি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।