ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo গণঅভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ Logo জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন Logo বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo নওগাঁয় ‘সিডেফ’ এর মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত Logo কিশোরগঞ্জে ব্যবসায়ীকে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন Logo পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা Logo যাত্রাবাড়ীতে ৪৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার Logo ‘সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে লং মার্চ: নাহিদ ইসলাম Logo ইসরায়েলের ৩ সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হুথির ক্ষেপণাস্ত্র হামলা Logo ঢাকা বোর্ডের সামনে আজও এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আহত-৩

জমি সংক্রান্ত বিরোধে আহত

মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ৩ জন মহিলাকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, বানিসর গ্রামের মৃত লছিরের স্ত্রী গুলনাহার বেওয়া ও একই গ্রামের শারিরিক প্রতিবন্ধি অটোচার্জার চালক এনামুলের স্ত্রী পারভীন আক্তার এবং গনেশপুর (কারিগরপাড়া) গ্রামের পিন্টুর স্ত্রী রেজিয়া । জমি সংক্রান্ত পৃথক পৃথক ঘটনাগুলো ঘটে, পরানপুর ইউপির বানিসর মোল্লা পাড়ায় এবং মান্দা উপজেলার গনেশপুর ইউ’পির গনেশপুর কারিগরপাড়ায় ।

এসবঘটনায় ভুক্তভোগীরা মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে আটক না করা এবং উল্লেখযোগ্য কোন ভূমিকা না রাখায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

জানাগেছে, পরানপুর ইউপির বানিসর মোল্লা পাড়ায় কবরস্থানের ২৫ শতকের মধ্যে সাড়ে ১২ শতক জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত মঙ্গলবার সকালে বানিসর গ্রামের মৃত লছিরের স্ত্রী গুলনাহার বেওয়া এবং একই গ্রামের শারিরিক প্রতিবন্ধি অটোচার্জার চালক এনামুলের স্ত্রী পারভীন আক্তারকে পিটিয়ে শারিরিকভাবে জখম করেন।

অপরদিকে, গত শনিবার গনেশপুর মৌজার হাল ৫১৫ নং খতিয়ানের ১৫৭৪ দাগে আলহাজ্ব মজিবর রহমানের ক্রয়কৃত ৭ শতক বিবাদমান জমির একটি কলা গাছের কলা নামানো এবং কলা গাছের পাতাকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মৃত নুর উদ্দিনের ছেলে বিরাজ, বিরাজের ছেলে বেলাল এবং হেলাল, বিরাজের স্ত্রী বেলি, মন্টুর ছেলে সুখী দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে শ্লীলতাহানিসহ মারপিট করে পিন্টুর স্ত্রী রেজিয়াকে আহত করেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।

এব্যাপারে মান্দা থানার (ওসি) তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

গণঅভ্যুত্থানে হত্যাসহ ১২ মামলার চার্জশিট দিল পুলিশ

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে আহত-৩

আপডেট সময় ০৫:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

মাহবুবুজ্জামান সেতু, মান্দা, নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধে ৩ জন মহিলাকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, বানিসর গ্রামের মৃত লছিরের স্ত্রী গুলনাহার বেওয়া ও একই গ্রামের শারিরিক প্রতিবন্ধি অটোচার্জার চালক এনামুলের স্ত্রী পারভীন আক্তার এবং গনেশপুর (কারিগরপাড়া) গ্রামের পিন্টুর স্ত্রী রেজিয়া । জমি সংক্রান্ত পৃথক পৃথক ঘটনাগুলো ঘটে, পরানপুর ইউপির বানিসর মোল্লা পাড়ায় এবং মান্দা উপজেলার গনেশপুর ইউ’পির গনেশপুর কারিগরপাড়ায় ।

এসবঘটনায় ভুক্তভোগীরা মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন আসামীকে আটক না করা এবং উল্লেখযোগ্য কোন ভূমিকা না রাখায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

জানাগেছে, পরানপুর ইউপির বানিসর মোল্লা পাড়ায় কবরস্থানের ২৫ শতকের মধ্যে সাড়ে ১২ শতক জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গত মঙ্গলবার সকালে বানিসর গ্রামের মৃত লছিরের স্ত্রী গুলনাহার বেওয়া এবং একই গ্রামের শারিরিক প্রতিবন্ধি অটোচার্জার চালক এনামুলের স্ত্রী পারভীন আক্তারকে পিটিয়ে শারিরিকভাবে জখম করেন।

অপরদিকে, গত শনিবার গনেশপুর মৌজার হাল ৫১৫ নং খতিয়ানের ১৫৭৪ দাগে আলহাজ্ব মজিবর রহমানের ক্রয়কৃত ৭ শতক বিবাদমান জমির একটি কলা গাছের কলা নামানো এবং কলা গাছের পাতাকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মৃত নুর উদ্দিনের ছেলে বিরাজ, বিরাজের ছেলে বেলাল এবং হেলাল, বিরাজের স্ত্রী বেলি, মন্টুর ছেলে সুখী দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে শ্লীলতাহানিসহ মারপিট করে পিন্টুর স্ত্রী রেজিয়াকে আহত করেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।

এব্যাপারে মান্দা থানার (ওসি) তদন্ত তারেকুর রহমান সরকার বলেন, অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।