স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় বালু ব্যবসায়ীদের দৌড়াত্বে নতুন নির্মান করা গ্রামীণ সড়ক নষ্ট করার অভিযোগ উঠেছে । অবৈধ ভাবে ৬ চাকার ভারী ট্রাক দিয়ে বালু পরিবহণে নষ্ট হয়ে গেছে গ্রামীণ একাধিক সড়ক ।
নওগাঁর পত্নীতলা উপজেলা কাটা বাড়ী সড়কটি গেল ১৭/১৮ অর্থ বছরে ১৫ লাখ টাকায় রিপিয়ারিং কাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ । সড়কটি ভাল ছিল । কিন্ত পত্নীতলা আত্রাই নদী থেকে ভারী ট্রাকে করে এ সড়ক দিয়ে বালু পরিবহন করার কারণে সড়কটি এখন ভেংগে খানা খন্দকে পরিনত হয়েছে । কাটা বাড়ী সড়ক সহ আশপাশের একাধিক সড়কে অবৈধ ভাবে বালু পরিবহন করছে স্থানীয় ময়েন নামের এক ব্যাক্তি । ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে দিনরাত ধরে এসব সড়ক দিয়ে বালু নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রান্তে । স্থানীয় একাধিক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ময়েন সহ বেশ কজন বালু ঠিকাদার গ্রামীণ এসব সড়কে ভারী ট্রাক ব্যবহার করার ফলে এসব সড়ক এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে । অথচ গেল একমাস আগেও সড়ক গুলো ছিল ভাল । এসব ব্যাপাওে গ্রামের কোন ব্যাক্তি প্রতিবাদ করলে তাক মারপিট সহ মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এসব ভুমিবাজ বাজরা । স্থানীয় কাঞ্চন ফকির পাড়া গ্রামের রাসেল বলেন, অনেক কষ্টো কওে ধার দেনা মাধ্যমে একটি অটো চার্জার কিনে চালাচ্ছি । কিন্ত গত একমাস ধরে কাঞ্চনের এ মাজার সড়ক টি ট্রাকের কারণে বড় বড় গর্ত হওয়ায় আমার চার্জারের চাকা দু বার খুলে গেছে ।
স্থানীয়রা অভিযোগ করে হযরত জহর উদ্দিন চিসতি রহমতুল্লাহর মাজারে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করার সড়ক টিতে গত ১০ দিন থেকে ভারী ট্রাক বহন করায় বালু ব্যবসায়ী ময়েন উদ্দিন । এসব ব্যাপারে গ্রাম বাসী প্রতিবাদ করলে বালু ব্যবসায়ীরা মামলা দিয়ে হয়রানী ও মারপিট করার অভিযোগ করে গ্রাম বাসী ।
এ ব্যাপারে বালু ব্যবসায়ী ময়েন উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি ।
বিষয়টি নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে বালু কারবার এ সড়ক দিয়ে না করার তাগিদ দিলেও বেপরোয়া বালু ব্যবসায়ীরা। কাঞ্চন ফকির পাড়া গ্রামের বাসিন্দা রাসেল বলেন, তিন মাস আগে একটি অটো চার্জার ধার দেনা করে কিনেছি । কিন্ত সড়কের এ বেহাল অবস্থার কারণে দু বার চাকা খুলে গেছে । বিষয়টি নিয়ে পত্নীতলা উপজেলা প্রকৌশলী সৈকত দাস বলেন, গেল সপ্তাহে আমরা সড়কটি দেখে তো হতবাক । সুন্দও সড়কটি এখন বড় বড় খানা খন্দক । বিষয়টি জেলা প্রকৌশলীকে জানানো হয়েছে । তিনি সড়ক নষ্ট কারীদেও বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া প্রস্ততি নিচ্ছেন ।
এ ব্যপারে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি । সড়ক টি রক্ষার জন্য উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হবে । তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা । তারা বলেন, বালু ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসনের নিবির সখ্যতা থাকায় বার বার অভিযোগ দিয়ে কোন প্রতিকার হচ্ছে না । পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার জানান, সড়ক নষ্ট করে বালু ব্যবসা করতে দেওয়া হবে না ।