ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান কেড়ে নিলো দুই জনের প্রান

প্রতীকী ছবি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত রিকশা ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৫)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি  জানান, সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি রিকশা-ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ী যাচ্ছিল।

পথে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান রিকশা ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই মারা যান।

স্থানীয়রা রিকশা ভ্যানের যাত্রী খোকনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিটন কুমার ঘোষ  খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যান কেড়ে নিলো দুই জনের প্রান

আপডেট সময় ০১:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় ব্যাটারিচালিত রিকশা ভ্যানের চালকসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা সদরের বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্রের ছেলে ভ্যানচালক নিমাই চন্দ্র (২৮) ও একই এলাকার নিখিল চন্দ্রের ছেলে ভ্যানযাত্রী খোকন চন্দ্র (২৫)।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি  জানান, সকালে বৃষ্টির মধ্যে যাত্রীবাহী একটি রিকশা-ভ্যান স্থানীয় জুনদহ বাজার থেকে পলাশবাড়ী যাচ্ছিল।

পথে শহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় রংপুর থেকে বগুড়াগামী একটি কাভার্ড ভ্যান রিকশা ভ্যানটিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নিমাই মারা যান।

স্থানীয়রা রিকশা ভ্যানের যাত্রী খোকনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক টিটন কুমার ঘোষ  খোকনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।