ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লেবাননে ফসফরাস বোমা হামলা চালাল ইসরায়েল

ফসফরাস হামলা চালানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র লেবানন দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ফসফরাস বোমাবর্ষণ করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। বুধবার (২৬ আগস্ট) লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ বেলায় ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী হুলা এবং মেইস আল-জাবাল শহরে কয়েক ডজন ফসফরাস বোমাবাহী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, সম্ভাব্য হিজবুল্লাহ সদস্যদের অনুপ্রবেশের আশঙ্কায় ইসরায়েলি সেনারা লেবানিজ সীমান্তে গোলা বর্ষণ করেছে। এ সময় এলাকাটির ইহুদি বসতি স্থাপনকারীদেরকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বাঞ্জামিন বেনিয়ামিন নেতানিয়াহু যখন উত্তরে অবকাশ যাপন করছেন তখন এই গোলাবর্ষণের ঘটনা ঘটল।

লেবাননের গণমাধ্যমের দাবি, নির্মমভাবে করা গোলাবর্ষণের পর দখলদার রাষ্ট্র ইসরায়েলের কয়টি যুদ্ধবিমান অবৈধভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে।

সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন যোদ্ধা শহীদ হওয়ার পর কয়েক সপ্তাহ-

ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রচণ্ড রকমের উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এই ফসফরাসবাহী বোমাবর্ষণের ঘটনা ঘটল।

সূত্র : পার্সটুডে

ট্যাগস

লেবাননে ফসফরাস বোমা হামলা চালাল ইসরায়েল

আপডেট সময় ১২:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র লেবানন দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ফসফরাস বোমাবর্ষণ করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল। বুধবার (২৬ আগস্ট) লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (২৫ আগস্ট) শেষ বেলায় ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী হুলা এবং মেইস আল-জাবাল শহরে কয়েক ডজন ফসফরাস বোমাবাহী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, সম্ভাব্য হিজবুল্লাহ সদস্যদের অনুপ্রবেশের আশঙ্কায় ইসরায়েলি সেনারা লেবানিজ সীমান্তে গোলা বর্ষণ করেছে। এ সময় এলাকাটির ইহুদি বসতি স্থাপনকারীদেরকে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বাঞ্জামিন বেনিয়ামিন নেতানিয়াহু যখন উত্তরে অবকাশ যাপন করছেন তখন এই গোলাবর্ষণের ঘটনা ঘটল।

লেবাননের গণমাধ্যমের দাবি, নির্মমভাবে করা গোলাবর্ষণের পর দখলদার রাষ্ট্র ইসরায়েলের কয়টি যুদ্ধবিমান অবৈধভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে।

সিরিয়ায় ইসরায়েলের আগ্রাসনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন যোদ্ধা শহীদ হওয়ার পর কয়েক সপ্তাহ-

ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রচণ্ড রকমের উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এই ফসফরাসবাহী বোমাবর্ষণের ঘটনা ঘটল।

সূত্র : পার্সটুডে