ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় ফজলুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন Logo জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ আটকে দিলেন আদালত Logo বগুড়ায় ৫০ টাকা অফারে টি-শার্ট কিনতে হাজারো মানুষের ঢল, নিয়ন্ত্রণ নিতে সেনাবাহিনী Logo শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে দায় নিতে হবে: তথ্য উপদেষ্টা Logo নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের Logo নওগাঁ সীমান্ত থেকে ১ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ Logo গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে তিন জন নিহত Logo নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে গাজা দখলের ঘোষণা দিলেন ট্রাম্প Logo মাকে মারধর করছিল ছেলে, শাসন করতে গিয়ে মামা খুন Logo পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ. লীগ নেতা গ্রেফতার

খনি শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার!

হীরা

আন্তর্জাতিক ডেস্কঃ একটি দুটি নয়, গর্ত খুঁড়তে গিয়ে তিন তিনটি মূল্যবান হীরা পেলেন ভারতের মধ্যপ্রদেশের এক খনি শ্রমিক। দরিদ্র শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার বনে গেলেন তিনি।

ওই তিনটি হীরার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লাখ রুপি। বুন্দেনলখণ্ড এলাকার পান্না জেলার এই খনিতে অতীতেও হীরা পাওয়া গেছে। এবার তেমনই তিন হীরা বদলে দিতে চলেছে এক শ্রমিকের ভাগ্য।

সুবল নামে ওই শ্রমিক খনি খাদানে প্রতিদিনের মতোই কাজ করছিলেন। হঠা‌ৎ একই জায়গায় পেয়ে যান তিনটি হীরা। পান্নার এই খনিটি হীরার জন্যই খ্যাত।

কিছুদিন আগেই আরো এক শ্রমিক এই পান্নাতেই একটি হীরার খোঁজ পান। জানা গেছে, সেটির ওজন ছিল ১০.৬৯ ক্যারেট। আর এবার সুবল যে তিনটি হীরা পেয়েছেন তার মোট ওজন ৭.৫ ক্যারাট।

হীরা পাওয়ার পরে সুবল স্থানীয় ডায়মন্ড অফিসারের কাছে সেগুলো জমা দিয়েছেন। ওই এলাকার ডায়মন্ড অফিসার আর কে পাণ্ডে হীরা তিনটির ওজন জানিয়ে বলেন, এগুলো নিলাম করা হবে।

তাতে যে টাকা মিলবে তার ১২ শতাংশ কর বাবদ কেটে নেওয়া হবে। বাকি টাকা পাবেন ওই শ্রমিক। তিনিই জানিয়েছেন, আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা পাওয়া যেতে পারে ওই তিনটি হীরা বিক্রি করে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগস

নওগাঁয় ফজলুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন

খনি শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার!

আপডেট সময় ০৪:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃ একটি দুটি নয়, গর্ত খুঁড়তে গিয়ে তিন তিনটি মূল্যবান হীরা পেলেন ভারতের মধ্যপ্রদেশের এক খনি শ্রমিক। দরিদ্র শ্রমিক থেকে রাতারাতি মিলিয়নিয়ার বনে গেলেন তিনি।

ওই তিনটি হীরার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লাখ রুপি। বুন্দেনলখণ্ড এলাকার পান্না জেলার এই খনিতে অতীতেও হীরা পাওয়া গেছে। এবার তেমনই তিন হীরা বদলে দিতে চলেছে এক শ্রমিকের ভাগ্য।

সুবল নামে ওই শ্রমিক খনি খাদানে প্রতিদিনের মতোই কাজ করছিলেন। হঠা‌ৎ একই জায়গায় পেয়ে যান তিনটি হীরা। পান্নার এই খনিটি হীরার জন্যই খ্যাত।

কিছুদিন আগেই আরো এক শ্রমিক এই পান্নাতেই একটি হীরার খোঁজ পান। জানা গেছে, সেটির ওজন ছিল ১০.৬৯ ক্যারেট। আর এবার সুবল যে তিনটি হীরা পেয়েছেন তার মোট ওজন ৭.৫ ক্যারাট।

হীরা পাওয়ার পরে সুবল স্থানীয় ডায়মন্ড অফিসারের কাছে সেগুলো জমা দিয়েছেন। ওই এলাকার ডায়মন্ড অফিসার আর কে পাণ্ডে হীরা তিনটির ওজন জানিয়ে বলেন, এগুলো নিলাম করা হবে।

তাতে যে টাকা মিলবে তার ১২ শতাংশ কর বাবদ কেটে নেওয়া হবে। বাকি টাকা পাবেন ওই শ্রমিক। তিনিই জানিয়েছেন, আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা পাওয়া যেতে পারে ওই তিনটি হীরা বিক্রি করে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।