ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে গৃহবধূ খুন!

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ  খাগড়াছড়ির রামগড় উপজেলায় রাশেদা আক্তার (২৫) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে খুন হয়েছেন। তবে এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ওমর ফারুক আহত হয়েছেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  সোমবার (২৭ জুলাই) দিনগত রাতে উপজেলার মধ্যম বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী ওমর ফারুকের দাবি, সোমবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ৪/৫ জন ব্যক্তি বাড়িতে ঢুকে অতর্কিত কুপিয়ে তার স্ত্রীকে খুন করে চলে যায়। এ সময় তিনিও আহত হয়েছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগস

রামগড়ে গৃহবধূ খুন!

আপডেট সময় ১২:৪৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

খাগড়াছড়ি প্রতিনিধিঃ  খাগড়াছড়ির রামগড় উপজেলায় রাশেদা আক্তার (২৫) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে খুন হয়েছেন। তবে এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী ওমর ফারুক আহত হয়েছেন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  সোমবার (২৭ জুলাই) দিনগত রাতে উপজেলার মধ্যম বলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী ওমর ফারুকের দাবি, সোমবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে অজ্ঞাতপরিচয় ৪/৫ জন ব্যক্তি বাড়িতে ঢুকে অতর্কিত কুপিয়ে তার স্ত্রীকে খুন করে চলে যায়। এ সময় তিনিও আহত হয়েছেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, মঙ্গলবার (২৮ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।