স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বংশাল আলুবাজারে একটি সেলুনে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন (২৫) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী জাহাঙ্গীর আলম জানান, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিল্লাল হোসেনের ছেলে আলামিন। বংশাল আলুবাজারে মাহবুবের সেলুনে কাজ করতেন।
থাকতেন ওই ভবনেই। সোমবার সকালে তিনি যান সেলুন খুলতে। গিয়ে দেখে দোকানের ভেতরে বৃষ্টির পানি জমে আছে। পানি পেরিয়ে ভেতরে ঢুকতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি।
পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে বিষয়টি বংশাল থানা পুলিশ তদন্ত করে দেখছে।
এদিকে যাত্রাবাড়ী গোলাপবাগের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে পারুল আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রোববার (১৯ জুলাই) দিনগত রাত ২টার দিকে তার স্বামী মো. সোলাইমান মিঞা পারুলকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী জানান, তারা গোলাপবাগ ২৫, খ/১ নম্বর বাসায় ভাড়া থাকেন। ওই বাসাতেই রাতে গলায় ফাঁস দিয়েছেন পারুল। বিষয়টি তদন্তের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে। মৃতদেহই ঢামেক মর্গে রাখা হয়েছে।