লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীতে পৃথক স্থানে ভেসে আসা অজ্ঞতপরিচয় এক নারী (৩৩) ও এক যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার পশ্চিমপাড়া গ্রামে তিস্তা নদী থেকে এক নারী ও পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পশ্চিমপাড়া গ্রামের তিস্তা নদীতে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ ভাসতে দেখে থানায় দেওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ।
অপরদিকে বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় ধরলা নদীতে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ও পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।