আন্তর্জাতিক ডেস্কঃ পরমাণু বিস্ফোরণ ও পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্র অত্যন্ত ধ্বংসাত্মক অবস্থান নিয়েছে বলে মনে করছে রাশিয়া।
কারণ, ওয়াশিংটন প্রকাশ্যে জানিয়েছে, তারা এই চুক্তি রাষ্ট্রীয়ভাবে অনুমোদন করার ব্যাপারে কোনো চিন্তা করছে না। গত মঙ্গলবার রাশিয়ার-
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি এ মুহূর্তে মারাত্মক চ্যালেঞ্জের মুখে রয়েছে।
এ অবস্থায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্বিবেচনার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া এই চুক্তি বিশ্ববাসীর-
নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।
১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সিটিবিটি অনুমোদন করা হয়েছিল। যার আওতায় সব-
ধরনের পরমাণু বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু বেশ কয়েকটি দেশ এ চুক্তি অনুমোদন না করায় তা পুরোপুরিভাবে কার্যকর করা যায়নি।
যুক্তরাষ্ট্র এ চুক্তিতে স্বাক্ষর করলেও কংগ্রেসে তা অনুমোদন করতে অস্বীকার করেছে।
১৯৯৬ সালে রাশিয়া এ চুক্তিতে স্বাক্ষর করে এবং চার বছর পর সংসদে অনুমোদন করে। এ পর্যন্ত ১৮৩টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৬৬টি দেশ তাদের আইনসভায় তা অনুমোদন করেছে।